বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

খাগড়াছড়িতে কারারক্ষীদের আন্দোলনে জেলার অবরুদ্ধ

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৪১

খাগড়াছড়ি জেলা কারাগারের জেলার আক্তার হোসেন শেখকে তিন ঘণ্টারও বেশি সময় ধরে অবরুদ্ধ করে রেখেছেন কারারক্ষীরা। অনৈতিকভাবে তিন কারারক্ষীকে বদলিসহ নানা অনিয়মের অভিযোগ তুলে তাকে অবরুদ্ধ করা হয়।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বেলা দেড়টার থেকে বিকেল ৪টা পর্যন্ত তাকে অবরুদ্ধ করে রাখা হয়। প্রায় সাড়ে ৩ ঘন্টা পর ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপে তাকে উদ্ধার করা হয়।

কারারক্ষী নাছির উদ্দীন ও আবদুস সালাম অভিযোগ করে বলেন, খাগড়াছড়ির জেল সুপার আক্তার হোসেন শেখ সাধারণ কারারক্ষী এবং বন্দী আসামিদেরকে নানা ভাবে মানসিক অত্যাচার করতেন। যে কোনো কাজের জন্য আমাদের (কারারক্ষীদের) থেকে টাকা দিতে হতো জেলারকে। টাকা ছাড়া তিনি কিছুই বুঝেন না। এসব বিষয় নিয়ে একবার আসামিরা জেলারকে কারা অভ্যন্তরে আক্রমণের চেষ্টা করেছিলো। তখন আমরা জেলারকে নিরাপত্তা প্রদান করেছিলাম। তাছাড়া গত বছর সাংবাদিকরা জেলারের অনিয়মের বিষয়ে সংবাদ করলে তা তদন্ত হয়। ইতোমধ্যে উনাকে ওএসডি করে বদলির আদেশ হয়েছে। বৃহস্পতিবার তিনি খাগড়াছড়ি ত্যাগ করার কথা। কিন্তু হঠাৎ দেখি আমাদের কয়েকজনকে আমাদের রাজশাহী বদলি করে দেন। মূলত তিনি নিজে ওএসডি হওয়ায় কারণে ক্ষিপ্ত হয়ে আমাদের বদলি করিয়েছেন।

এ বিষয়ে আক্তার হোসেনের বক্তব্য জানার চেষ্টা করেও সফল হওয়া যায়নি।

খাগড়াছড়ি জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেল সুপার ও জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার কমিশনার মো. শাহিন মিয়া বলেন, কারারক্ষীদের অভিযোগ শুনেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে সমাধান করার চেষ্টা করবো।

এদিকে ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হলে দায়িত্ব হস্তান্তরের কাজ সম্পন্ন করে প্রশাসনের সহযোগিতায় আক্তার হোসেন শেখকে জেলার বাইরে পাঠানো হয় বলে জানা গেছে।

উল্লেখ্য ইতোপূর্বে জেলার আক্তার হোসেন শেখের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের পর বিভাগীয় তদন্তে এর সত্যতা পাওয়ার পর তাকে খাগড়াছড়ি হতে চট্টগ্রাম বিভাগীয় কারা উপ মহাপরিদর্শকের দপ্তরে ওএসডি করা হয়। মহা কারা পরিদর্শকের দপ্তর থেকে  মঙ্গলবার এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়।

ইত্তেফাক/এপি
 
unib