বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাবকে স্বাগত বিএনসিওএর

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:৫৮

সম্প্রতি প্রকাশিত জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদনে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে (বিবিএস) স্বাধীন, নিরপেক্ষ ও রাজনৈতিক প্রভাবমুক্ত ‘বাংলাদেশ পরিসংখ্যান কমিশন’ হিসেবে গঠনের প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন বিবিএসের নন-ক্যাডার কর্মকর্তারা।

বৃহস্পতিবার বিবিএস নন-ক্যাডার অফিসার্স অ্যাসোসিয়েশনের (বিএনসিওএ) সভাপতি মো. আবদুর রব ঢালী ও সাধারণ সম্পাদক সৈয়দা মারুফা শাকি স্বাক্ষরিত এক কৃতজ্ঞতা জ্ঞাপনপত্রে এ কথা বলা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তারুণ্যের আত্মত্যাগের প্রতি সম্মান প্রদর্শন করে ও বর্তমান অন্তবর্তী সরকারের প্রতি শুভ কামনা জানিয়ে এতে বলা হয়, অতীতে বিবিএসের কাজে নানাভাবে প্রভাব খাটানোর মতো ঘটনা ঘটতে দেখা গেছে। ফলে পেশাদারিত্বের জায়গায় অনেকটা পিছিয়ে পড়ে দেশের প্রধান এ সরকারি পরিসংখ্যান সংস্থাটি। অতীতের শত অর্জন ফিকে হয়ে যায় এসব কারণে। বিবিএস হয়ে যায় গুটিকয়েক ব্যক্তির দ্বারা সংখ্যাগরিষ্ঠের ওপর বৈষম্য ও বঞ্চনার আঁতুড়ঘর।

এ সব বিষয়কে সুন্দরভাবে অনুধাবন করে ছাত্রজনতার বৈষম্যবিরোধী মূল চেতনা বাস্তবায়নের লক্ষ্যে ঐক্যবদ্ধ, গতিশীল ও স্বাধীন বাংলাদেশ পরিসংখ্যান কমিশন গঠনের যে প্রস্তাব জনপ্রশাসন সংস্কার কমিশন দিয়েছে সেজন্য কমিশকে ধন্যবাদ জানিয়েছে বিবিএসের নন-ক্যাডার অফিসার্স অ্যাসোসিয়েশন। এ সুপারিশ ও প্রস্তাব বাস্তবায়ন হলে সব উন্নত দেশের মতো বাংলাদেশও পাবে একটি স্বাধীন, রাজনৈতিক প্রভাবমুক্ত এবং গবেষণাধর্মী জাতীয় পরিসংখ্যান সংস্থা (এনএসও)।

ইত্তেফাক/এনএন
 
unib