বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

চুক্তি মেনে জিম্মিদের মুক্তি দেবে হামাস

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৫১

ইসরায়েলের সঙ্গে গাজা যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে হামাস প্রতিশ্রুতিবদ্ধ। এছাড়া নির্ধারিত সময়সূচী অনুসারে তারা জিম্মিদের মুক্তি দেবে বলেও জানিয়েছে সংগঠনটি। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) এমনটা জানায় হামাস।

বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর প্রকাশ করেছে সংবাদমাধ্যম বিবিসি। 

সোমবার (১০ ফেব্রুয়ারি) হামাস অপ্রত্যাশিতভাবে জিম্মিদের মুক্তি স্থগিত করার ঘোষণা দেয়। এই ঘোষণার পর ৪২ দিনের যুদ্ধবিরতি প্রায় ব্যর্থ বলে মনে করা হয়েছিল। কারণ হামাসের ওই ঘোষণার পর ইসরায়েল আবারও যুদ্ধের হুমকি দিয়েছিল।
 
কায়রোতে আলোচনার পর, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীটি বলেছে, মিশর এবং কাতারের মধ্যস্থতাকারীরা নিশ্চিত করেছেন যে তারা যুদ্ধবিরতি চুক্তির বাধাগুলো দূর করবেন। মিশর এবং কাতারের গণমাধ্যমের প্রতিবেদনেও একই কথা বলা হয়েছে।

এদিকে ইসরায়েলি সরকারের একজন মুখপাত্র এই প্রতিবেদনের বিষয়ে কোনও মন্তব্য করেননি তবে বলেছেন, যদি হামাস আগামী শনিবার তিনজন জীবিত জিম্মিকে মুক্তি না দেয় তবে যুদ্ধবিরতি শেষ হয়ে যাবে।
 
এর আগে মঙ্গলবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একই ধরণের আল্টিমেটাম দিয়েছিলেন। যখন হামাস ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগে জিম্মি মুক্তি স্থগিতের ঘোষণা দেয়।
 
হামাসের এই ঘোষণার পর শনিবারের মধ্যে সব জিম্মিকে মুক্তি না দিলে চুক্তিটি বাতিল করতে ইসরায়েলকে প্রস্তাব দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এরপর নেতানিয়াহু জানান, তিনি ট্রাম্পের দাবিকে স্বাগত জানিয়েছেন এবং সতর্ক করে বলেছেন, ‘যদি হামাস শনিবার দুপুরের মধ্যে আমাদের জিম্মিদের ফিরিয়ে না দেয়, তাহলে যুদ্ধবিরতি শেষ হয়ে যাবে এবং ইসরায়েলি সামরিক বাহিনী হামাসের চূড়ান্ত পরাজয় না হওয়া পর্যন্ত তীব্র লড়াই পুনরায় শুরু করবে।’

তবে, ট্রাম্পের আলটিমেটাম অনুসারে হামাসের কাছে থাকা সব জিম্মির মুক্তি  নাকি এই সপ্তাহের শেষে মুক্তি পেতে যাওয়া তিনজন জিম্মির কথা বলেছেন সেই বিষয়ে ইসরায়েলি কর্মকর্তাদের কাছ থেকে পরস্পরবিরোধী বার্তা পাওয়া গেছে। 

ইত্তেফাক/এনএন
 
unib