পটুয়াখালী বাউফল উপজেলায় অপারেশন ডেভিল হান্ট অভিযানে ইউপি চেয়ারম্যান মনজুর আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাছাড়া এ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা সোহাগ সিকদারকেও গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
মনজুর আলম উপজেলার আদাবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আদাবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। সোহাগ সিকদার বাউফল সদর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি।
বাউফল থানার ওসি মো.কামাল হোসেন জানান, মনজুরুল আলমকে নিজ ইউনিয়নের কাশিপুরবাজার থেকে ও সোহাগ সিকদারকে যৌতা বাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে। বিস্ফোরক মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। এ পর্যন্ত অপারেশন ডেভিল হান্ট অভিযানে বাউফলে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।