বসুন্ধরা কিংসের ব্রাজিলিয়ান ফুটবলার রবসন রবিনহো ফিফায় নালিশ করেছেন। তার অভিযোগ, তিনি চুক্তি অনুযায়ী বেতন পাননি। চিঠি পেয়ে পালটা ফিফার কাছে রবসনের বিরুদ্ধে অভিযোগ করেছে বসুন্ধরা কিংস। এ নিয়ে একটা বিব্রতকর পরিস্থিতির মধ্যে রয়েছে কিংস। সুরাহা করার চেষ্টা করছে। কিন্তু শুনানি না হওয়া পর্যন্ত সমাধানও হচ্ছে না। বেতন বকেয়া নিয়ে নালিশ করেছেন রবসন। রবসনের নালিশ পেয়ে ফিফা বসুন্ধরা কিংসকে নির্দেশ দিয়েছে ১৫ ফেব্রুয়ারির মধ্যে সমাধান করতে হবে।
রবসনের ইস্যু সমাধান না করা পর্যন্ত বসুন্ধরা কোনো বিদেশি ফুটবলার রেজিস্ট্রেশন করতে পারবে না। গত বুধবার বাফুফের কম্পিটিশন কমিটি জানিয়েছে, এখনো বসুন্ধরা কোনো বিদেশি ফুটবলার রেজিস্ট্রেশন করেনি। রবসন ইস্যু সমাধান হয়েছে কি না, সেই প্রশ্নে বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান জানিয়েছেন 'আমরা পালটা অভিযোগ করেছি।'
২০২০-২১ মৌসুমে রবসন বসুন্ধরা কিংসে যোগ দেন। আক্রমণভাগের এই ফুটবলার নিয়মিত খেলেছেন। অনেক ম্যাচও জিতিয়েছেন। লিগ শিরোপা জয় করেছেন। দলের অধিনায়ক ছিলেন। প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন রবসন। কিন্তু তাকে আর লিগে খেলানো হয়নি। লিগে তিনি খেলেননি। রবসন ঢাকাতেও ফেরেননি।
জুলাই-আগস্টের পর রবসনকে বসুন্ধরা কিংস হতে অনুরোধ করা হয়েছিল লিগের আগে তার সাল্যারিটা নতুন করে বিবেচনা করার জন্য। কিন্তু রাজি হননি রবসন। বিষয়টা ওখান পর্যন্ত ছিল। মাঝে শোনা গিয়েছিল, কলকাতায় ইস্ট বেঙ্গল ক্লাবে খেলতে পারেন। কারণ ওখানে যোগ দিয়েছেন বসুন্ধরা কিংসের গত মৌসুমের কোচ অস্কার ব্রুজন। রবসন ব্রুজনের সঙ্গী হবেন। শেষ পর্যন্ত সেটি হননি, রবসন এখন নিজ দেশের ক্লাবে যোগ দিয়েছেন। কিন্তু আচমকা ফিফার কাছ থেকে চিঠি পেয়ে নড়েচড়ে বসে কিংস। রবসনের বিষয়টি বাফুফের কাছে এলেও প্রথমে সেটি গোপন করা হয় পরে অবশ্য কম্পিটিশন কমিটি স্বীকার করে নেয় রবসনের ইস্যু। বলা হয়, এটি ক্লাবের ব্যাপার। বাফুফের কিছু করণীয় নেই।
জানা গেছে, ৩ কোটি টাকা স্যালারি বকেয়া রয়েছে। সেই টাকা চেয়ে পাননি বলে রবসন ফিফায় নালিশ করেছেন। ফিফার চিঠি পেয়ে বকেয়ার একটা বড় অংশ শোধ দিয়েছে বলে কিংসের দাবি। তবে রবসনের দাবির সঙ্গে একমত নয় কিংস। ক্লাবের সভাপতি ইমরুল হাসান জানিয়েছেন, 'কিছুটা (পারিশ্রমিকের অর্থ) দেওয়া হয়েছে।' তিনি বলেন, 'যেটা ন্যায্য পাওনা সেটি পাবে।'
কিংসের কোনো ফুটবলার বকেয়া পরিশোধের জন্য নালিশ করে না। করতে হয় না। টানা পাঁচ লিগে শিরোপা জয়ের পেছনে রবসনের অবদান রয়েছে। ক্লাবের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক। সেই রবসন কেনই-বা কিংসের বিরুদ্ধে ফিফায় নালিশ করলেন, এতে কিংস বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে। ইমরুল হাসান বলেছেন, 'কত টাকা পাবে, সেটা অ্যাকাউন্টস বিভাগ বলতে পারবে। আমরা যেভাবে চুক্তি করেছি, সেই হিসাব করে টাকা দিয়েছি।'
তিনি বলেন, 'টাকা নিয়ে খেলেনি। টাকা নিতে হলে আসতে হবে। সে তো আসেওনি।' লিগে না খেলে পুরো মৌসুমের পারিশ্রমিক দাবি করেছেন রবসন। রবসনের বিপক্ষে পালটা নালিশ কিংসের। ইমরুল হাসান বলেন, 'আমরা পালটা অভিযোগ করেছি। আগামী মাসে শুনানি হবে। তখন এটার একটা ফয়সালা হবে।'