ময়মনসিংহের গফরগাঁওয়ে মাহিন্দ্রা ও অটোরিকশা সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছে আরও একজন।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ভালুকা-গফরগাঁও সড়কের উপজেলার গোয়ারী ভাওয়ালিয়াবাজু বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ভালুকা উপজেলার চান্দরহাটি গ্রামের আব্দুল ওয়াদুদের ছেলে মনিরুল ইসলাম (৩৫) ও একই উপজেলার সাতেঙ্গা গ্রামের আব্দুল হাইয়ের ছেলে আব্দুল হামিদ (৪০)। তারা অটোরিকশার যাত্রী ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. হুমায়ুন কবির বলেন, গফরগাঁও থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি অটোরিকশা ভালুকার দিকে যাচ্ছিল। বেলা ১১টার দিকে গোয়ারী ভাওয়ালিয়াবাজু বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে পর্যন্ত আসতেই বিপরীত দিক থেকে আসা মাহিন্দ্রার সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী মনিরুল ইসলাম মারা যান। এ সময় আশপাশের লোকজন আহত অবস্থায় যাত্রী হামিদ ও অটোরিকশার চালককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হামিদকে মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, আহত চালক সুস্থ হয়ে চলে গেছেন। নিহতদের পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হবে। মাহিন্দ্রার চালককে শনাক্ত করার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থাও প্রক্রিয়াধীন।