বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ১৩ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

চট্টগ্রামে আগুনে পুড়ল প্লাস্টিক পণ্যের গুদাম

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৩০

চট্টগ্রাম নগরের হালিশহরের মুন্সিপাড়ায় প্লাস্টিক পণ্যের (ক্যারেট) একটি গুদাম আগুনে পুড়ে গেছে। আগুনে গুদামের পাশের আবাসিক ভবনের কয়েকটি কক্ষও ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ওই এলাকার একটি ভবনের নিচতলায় অবস্থিত গুদামটিতে আগুন লাগে।

ফায়ার সার্ভিস জানায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। রাত সাড়ে ৯টায় আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়। আগুন লাগার পর জনমনে আতঙ্ক দেখা দেয়। বিশেষ করে ভবনটির ওপর তলার এবং আশপাশের ভবনের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের সহকারী পরিচালক আবদুল মালেক জানান, পটকা থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন প্লাস্টিকের ক্যারেটের স্তূপে ছড়িয়ে পড়ে। এতে প্লাস্টিক ক্যারেটের গুদাম ও পাশের সাততলা ভবনের পাঁচটি ফ্লোর আংশিক পুড়ে যায়। এ ঘটনায় আনুমানিক ৩৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ইত্তেফাক/এনএন
 
unib