ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে চাচিকে বাঁচাতে গিয়ে টাঙ্গন নদীতে ডুবে সুমাইয়া আকতার নামের এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ২টার দিকে উপজেলার বৈরচুনা ইউনিয়নে রানীরঘাট রাবার ড্যামের উজানে এ ঘটনা ঘটে।
সুমাইয়া উপজেলার বেলডাঙ্গী গ্রামের শুকুর আলীর কন্যা এবং তেতরা দাখিল মাদ্রাসার ৭ম শ্রেণির ছাত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে সুমাইয়া ও তার চাচি আফসানা বাড়ির পাশে রানীর ঘাট রাবার ড্যামের উজানে টাঙ্গন নদীতে গোসলে নামে। এক পর্যায়ে চাচি আফসানা নদীর পানিতে ডুবে যায়। এসময় সুমাইয়া চাচিকে বাঁচাতে এগিয়ে গেলে দুজনই পানিতে ডুবে যায়। পরে এলাকার লোকজন সুমাইয়াকে মৃত এবং আফসানাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে। আফসানা বর্তমানে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম জানান, প্রাথমিকভাবে জানা গেছে চাচিকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে মারা যান ওই মাদ্রাসা শিক্ষার্থী। মাদ্রাসা ছাত্রীর মৃত্যুর ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।