ফরিদপুরের সদরপুরে ড্রাম ট্রাক ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে শামসেল বিশ্বাস (৮০) নামে একজন নিহত হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে গোয়ালন্দ-তাড়াইল আঞ্চলিক সড়কে কৃষ্ণপুর ইউনিয়নের মজুমদার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি মাগুরা জেলার সদর থানার মৈশাডাঙ্গা গ্রামের বাসিন্দা।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোতালেব হোসেন জানান, মাগুরা জেলা সদর থানাধীন মৈশাডাঙ্গা গ্রাম থেকে ১০ জন যাত্রী একটি মাহিন্দ্র ভাড়া করে বিশ্ব জাকের মঞ্জিল আটরশি দরবার শরীফের উদ্দেশ্যে রওনা দেয়। পরে মজুমদার বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইট বোঝাই ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় যাত্রীবাহী মাহিন্দ্রার।
তিনি আরও জানান, এ সময় মাহিন্দ্রায় থাকা তিনজন যাত্রী আহত হয়। তাদের সদরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সেখানে শামসেল বিশ্বাসকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের লাশ তার নিজ ছেলে উলফাত বিশ্বাসের কাছে হস্তান্তর করা করেছে থানা।