শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ১৪ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

২৪ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়লো এমবিবিএস ভর্তির সময়

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০২:২৭

আগামী ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ল এমবিবিএস ভর্তির সময়। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে সরকারি মেডিক্যাল কলেজে এমবিবিএস কোর্সে সুযোগ পাওয়া শিক্ষার্থীদের ভর্তির সময়সীমা আরেক দফা বাড়ানো হয়েছে। বর্ধিত সময় অনুযায়ী আগামী ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত ভর্তি হতে পারবেন শিক্ষার্থীরা।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১১ ফেব্রুয়ারি এমবিবিএস ভর্তি কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী ২০২৪-২৫ শিক্ষাবর্ষে সরকারি মেডিক্যাল কলেজসমূহে এমবিবিএস কোর্সে ভর্তির সময়সীমা আগামী ২৪ ফেব্রুয়ারি অফিস চলাকালীন সময় পর্যন্ত বৃদ্ধি করা হলো। একই সঙ্গে ভর্তিকৃত শিক্ষার্থীদের তথ্য স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েব পোর্টালে অন্তর্ভুক্ত করার জন্য বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।

এর আগে ৬ ফেব্রুয়ারি প্রকাশিত নোটিশে ভর্তির সময় বাড়িয়ে ১৫ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছিল।

ইত্তেফাক/এমএএম
 
unib