শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ১৪ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

সুনামগঞ্জে গরুর ধান খাওয়া নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত ৪০

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৪২

সুনামগঞ্জের শান্তিগঞ্জে গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে অন্তত ৪০ জন।  

রোববার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত আস্তমা গ্রামের উত্তরে ও কামরূপদলং মাদ্রাসার পূর্বে পশ্চিম বন্দে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ঘটনায় আহতরা হলেন, আশ্রমে গ্রামের আক্তার হোসেন (৩০), দুলাল মিয়া (২০), জুয়েল মিয়া (৩০), শামসুজ্জামান (২৮), নাছির আলী (৫০), আবদুল জলিল (৩০), খাইরুল আমীন (২৬), এমরান হোসেন (২৮), সাদিক মিয়া (৪৫), নুরুজ্জামান (৩৫) ও সৌরভ হোসেন (২৬)। কামরূপদলং গ্রামের বাতির আলী (৫৬), সুন্দর আলী (৭০), সুজন মিয়া (৩৫), কালাই মিয়া (২৭), মতিউর রহমান (৩২), শওকত আলী (২৭), নবী হোসেন (২২) ও শাফি আহমেদ (২৫)। তাৎক্ষণিকভাবে আহত বাকিদের নাম জানা যায়নি।

জানা গেছে, শনিবার বিকালে আশ্রমে গ্রামের কৃষক বজলু মিয়ার গরু কামরূপদলং গ্রামের কৃষক সুরুজ মিয়ার জমির ধান খায়। এ নিয়ে জমিতেই দুজনের মধ্যে বাগ্‌বিতণ্ডা ও মারামারি হয়। এ ঘটনায় দুই গ্রামের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আজ আবারও উত্তেজনা দেখা দিলে একপর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ গিয়ে ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষ থামায়। আহত ব্যক্তিদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।।

শান্তিগঞ্জ থানার ওসি আকরাম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘গরুর ধান খাওয়া নিয়ে দ্বন্দ্বের জেরে এই সংঘর্ষ বলে প্রাথমিকভাবে শুনেছি। ঘটনায় উভয় পক্ষের কিছু মানুষ আহত হয়েছে। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ 

 

ইত্তেফাক/এসএএস
 
unib