রোববার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

শেয়ার বাজারে সূচকের পতনে সপ্তাহের লেনদেন শুরু

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০২:০০

দেশের শেয়ার বাজারে গতকাল রবিবার মূল্যসূচকের পতনে সপ্তাহের লেনদেন শুরু হয়েছে। তবে সূচক কমলেও ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বেড়েছে। অন্যবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন কমেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, ডিএসইতে গতকাল বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মাধ্যমে লেনদেন শুরু হয়। তবে অল্প সময়ের মধ্যে দাম কমার তালিকায় চলে আসে বেশিরভাগ প্রতিষ্ঠান। দিনশেষে এই বাজারে লেনদেনকৃত মোট কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৩৮টির, কমেছে ১৯৬টির। আর ৭৫টির দাম অপরিবর্তিত রয়েছে। এতে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২ পয়েন্ট কমে ৫ হাজার ১৯৮ পয়েন্টে দাঁড়িয়েছে। 

অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ সূচক আগের দিনের তুলনায় ২ পয়েন্ট কমে ১ হাজার ১৫৩ পয়েন্টে ও বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯২১ পয়েন্টে দাঁড়িয়েছে। দিনভর ডিএসইতে লেনদেন হয়েছে ৪১৫ কোটি ৯৫ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৪০১ কোটি ৭৭ লাখ টাকা। সে হিসাবে লেনদেন বেড়েছে ১৪ কোটি ১৮ লাখ টাকা। 

দেশের প্রধান এই শেয়ার বাজারে গতকাল টাকার অঙ্কে লেনদেনের ভিত্তিতে শীর্ষ দশটি কোম্পানি হলো: রবি, ব্র্যাক ব্যাংক, গ্রামীণফোন, বিডিকম অনলাইন, বাংলাদেশ শিপিং করপোরেশন, সোনালী পেপার, ওরিয়ন ইনফিউশন, জিকিউ বলপেন, মেঘনা পেট্রোলিয়াম এবং খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং।

অন্যবাজার সিএসইতে লেনদেনকৃত মোট ১৯০টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭৩টির, কমেছে ৯৩টির এবং ২৪টির দাম অপরিবর্তিত রয়েছে। এতে এই বাজারের সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ২৪ পয়েন্ট। গতকাল সিএসইতে লেনদেন হয়েছে ৪ কোটি ৫৪ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৮ কোটি ২৫ লাখ টাকা।

ইত্তেফাক/এমএএম
 
unib