নবম আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির মিশন শুরু হয়ে গেছে বাংলাদেশের জন্য। গেল বৃহস্পতিবার টুর্নামেন্টটিতে অংশ নেওয়ার জন্য দেশ ছাড়ার পর একদিন বিশ্রাম নিয়ে ইতিমধ্যে দুবাইয়ে দুই দিন অনুশীলন করে ফেলেছে শান্ত বাহিনী। আজ টুর্নামেন্টের আগে নিজেদের একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলতে পাকিস্তান শাহিনসের বিপক্ষে মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা। বাংলাদেশ সময় দুপুর ১টায় দুবাইয়ে আইসিসি একাডেমি মাঠে অনুষ্ঠিত হবে এই প্রস্তুতি ম্যাচটি।
আর এই ম্যাচটা বেশ গুরুত্ব সহকারে নিচ্ছে টাইগাররা। কেননা এই ম্যাচ দিয়েই মূল ম্যাচের প্রস্তুতি নিবেন তারা। এরপর আগামী ২০ তারিখ ভারতের বিপক্ষে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদশে।
ওয়ানডে ফরম্যাটে চ্যাম্পিয়নস ট্রফি। অথচ বাংলাদেশ গেল দুই মাসের বেশি সময় ধরে খেলেনি এই ফরম্যাটে কোনো ম্যাচ। অন্যদিকে বাংলাদেশ ছাড়া এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী বাকি সাত দেশ নিজেদের প্রস্তুত করতে ওয়ানডে ফরম্যাটে দ্বিপাক্ষিক সিরিজ কিংবা ত্রিদেশীয় সিরিজ খেলেছে। এই সময় টাইগাররা ব্যস্ত ছিল বিপিএলে। যদিও তারপর দেশ ছাড়ার আগে মিরপুরে পাঁচ দিনের অনুশীলন ক্যাম্পে ঘাম ঝরিয়েছে। এর মধ্যে ম্যাচের অনুকরণে নিজেদের মধ্যে দুই ভাগ হয়েও অনুশীন করেছেন মিরাজ-শান্তরা। আর দুবাইয়ে এসে প্রথম দিন দুপুরে ও গতকাল রাতে ফ্লাড লাইটে অনুশীলন করেছে। আর আজ খেলবে প্রস্তুতি ম্যাচ। সব মিলিয়ে টুর্নামেন্টের প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হওয়ার আগে এগুলোই বাংলাদেশের প্রস্তুতি।
যদিও পাকিস্তান শাহিনসের বিপক্ষে আজকের প্রস্তুতি ম্যাচের জন্য বিশেষ ভাবে মুখিয়ে আছে টাইগার্সরা। কেননা এই ম্যাচ দিয়েই মূল ম্যাচে প্রস্তুতি নিবে তারা। সম্প্রতি এক ভিডিও বার্তায় এমনটি জানিয়েছেন দলের তরুণ পেসার তানজিম হাসান সাকিব। বিসিবির দেওয়া ঐ ভিডিও বার্তায় তিনি বলেন, 'শাহিনসের বিপক্ষে অনুশীলন ম্যাচ দিয়ে আমরা টুর্নামেন্টের মূল ম্যাচের প্রস্তুতিটা নিয়ে নেব। পাশাপাশি উইকেট সম্পর্কে যতটুকু জানা যায় সেটার চেষ্টা করব। এই উইকেটে কোন বল বেশি কার্যকর, কোন লেন্থে বল করলে ব্যাটারদের সংগ্রাম করতে হচ্ছে ঐ জিনিসগুলো আয়ত্ত করার চেষ্টা করব অনুশীলন ম্যাচ থেকে।'
এদিকে বাংলাদেশ ছাড়াও পাকিস্তান শাহিনসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলেছে আফগানিস্তান, যেখানে হেরেছে রশিদ খানরা। যদিও প্রতিটি ম্যাচের জন্য শাহিনসের আলাদা আলাদা স্কোয়াড খেলছে। সেই অনুসারে ঐ ম্যাচের ফলাফল নিয়ে শান্তদের মাথা না ঘামালেও চলবে। অন্যদিকে বাংলাদেশ যখন দুবাইয়ে শাহিনসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে মাঠে নামবে ঐ একই সময়ই এদিন করাচিতে শাহিনসের আরেক স্কোয়াডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা।
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি বাংলাদেশের জন্য দীর্ঘশ্বাস। ১৯৯৮ সাল থেকে চলা এই টুর্নামেন্টে বাংলাদেশের অভিষেক হয় ২০০০ সালে।
এর আগে অনুষ্ঠিত হওয়া আট আসরের মধ্যে খেলেছে পাঁচ আসরে। সব মিলিয়ে এখন পর্যন্ত ১২ ম্যাচে বাংলাদেশের জয় মাত্র দুইটিতে। এই টুর্নামেন্টে টাইগারদের সর্বোচ্চ প্রাপ্তি সবশেষ আসর ২০১৭ সালে। ঐ আসরে সেমিফাইনাল খেলেছিল বাংলাদেশ। তবে ভারতের বিপক্ষে হেরে নিতে হয়েছিল বিদায়। এবার সেই ভারতের বিপক্ষে ম্যাচ দিয়েই আসর শুরু করবে শান্তরা। ১৯ ফেব্রুয়ারি চ্যাম্পিয়নস ট্রফির পর্দা উঠবে। পরের দিন মাঠে নামবে বাংলাদেশ। ভারত পাকিস্তানে যেতে রাজি না হওয়ায় তাদের ম্যাচগুলো হবে দুবাইয়ে। এজন্য বাংলাদেশকে প্রথম ম্যাচ খেলতে হবে দুবাইতে। ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড ও ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশের ম্যাচ পাকিস্তানের
বিপক্ষে। দুইটি ম্যাচই হবে রাওয়ালপিন্ডিতে। বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান শাহিনসের স্কোয়াড
মোহাম্মদ হারিস (অধিনায়ক), আমির জামাল, আবদুল সামাদ, আলি রাজা, আজান আওয়াইস, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মুবাসির খান, মুসা খান, ওমর বিন ইউসুফ, শাহেব জাদা ফারহান, সুফিয়ান মকিম ও উসামা মির।