ভারতের কলিঙ্গ ইনস্টিটিউট অফ ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের একটি হোস্টেলে ২০ বছর বয়সী নেপালি ছাত্রীকে মৃত অবস্থায় পাওয়া যাওয়া গেছে। এ নিয়ে ক্যাম্পাসে বিক্ষোভও হয়েছে।
স্থানীয় সময় রোববার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় লাশটি উদ্ধার করা হয়। প্রকৃতি লামসাল নামে ওই ছাত্রী বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্সে পড়ছিলেন।
পুলিশ বলছে, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। এ ঘটনায় তার এক সহপাঠীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার ধারায় মামলা দায়ের করা হয়েছে।
ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, পুলিশের একটি দল হোস্টেল পরিদর্শন করে ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালে পাঠিয়েছে। পরে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ঘটনার পর নেপালের ক্ষুব্ধ শিক্ষার্থীরা কেআইআইটি ক্যাম্পাসের কাছে রাস্তা অবরোধ করে। তারা অভিযোগ করে, এই ছাত্রীকে তার ব্যাচমেট হয়রানি করেছিল। বিষয়টি চিহ্নিত করে বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক অফিসে যোগাযোগ করলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করেন। তারা একজন ছাত্রকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে। ওই ছাত্রীর সঙ্গে ছাত্রটির সম্পর্ক আছে বলে মনে করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, তাদের মধ্যে ব্যক্তিগত বিরোধের জেরে ওই ছাত্রী আত্মহত্যা করতে পারেন।
পরিস্থিতি স্বাভাবিক করতে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে। কর্তৃপক্ষ নেপাল থেকে আসা সব শিক্ষার্থীকে 'অনির্দিষ্টকালের জন্য কার্যক্রম বন্ধ' ঘোষণা করেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের তাদের অবিলম্বে ক্যাম্পাস ছেড়ে বাড়ি ফেরার নির্দেশ ফিয়েছে।