রোববার, ২৩ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

রোহিঙ্গা স্ত্রীকে ভোটার বানানোর চেষ্টা, আওয়ামী লীগ নেতার কারাদণ্ড

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৪০

বান্দরবানের লামায় এক রোহিঙ্গা নারীকে ভুয়া জন্ম নিবন্ধন সনদ তৈরিতে সহায়তা করায় উপজেলার সরই ইউপি সদস্য আব্দুল জব্বারকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আব্দুল জব্বার সরই ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে লামা উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিনের ভ্রাম্যমাণ আদালত এ আদেশ দেন।

জানা গেছে, রোহিঙ্গা নারী মনিরা বেগম (২৫) সম্পর্কে আব্দুল জব্বারের স্ত্রী। চলমান ভোটার তালিকায় অন্তভুর্ক্ত হওয়ার জন্য মনিরা বেগমের ভোটার তথ্য ফরম পূরণের পরে ভুয়া জন্ম সনদ তৈরি করে উপজেলা নির্বাচন অফিসে কাগজপত্র জমা দেন আব্দুল জব্বার। বিষয়টি সন্দেহ হলে কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা করা হয়। এক পর্যায়ে এ বিষয়ে আব্দুল জব্বারকে ডাকা হলে দোষ স্বীকার করেন তিনি।

উপজেলা নির্বাচন অফিসার মো. বেদারুল ইসলাম জানান, ইউপি মেম্বারের জমা দেওয়া কাগজপত্র সন্দেহ হওয়ায় তদন্ত করা হয়। তদন্তে ভুয়া জন্ম নিবন্ধন সনদ তৈরির বিষয়টি প্রমাণিত হয়। পরে উপজেলা নির্বাহী অফিসারের কাছে পুরো বিষয়টি উপস্থাপন করা হলে ইউপি মেম্বার আব্দুল জব্বার দোষ স্বীকার করেন।

ইউপি চেয়ারম্যান মো. ইদ্রিস কোম্পানী জানিয়েছেন, আব্দুল জব্বার সরই ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

লামা উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন জানান, জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন ২০০৪ এর ২১ এর (১) ধারা মতে অপরাধীকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

লামা থানার ওসি মো. শাহাদাৎ হোসেন জানান, সাজাপ্রাপ্ত আব্দুল জব্বারকে বান্দরবান জেলা কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে।

ইত্তেফাক/এপি
 
unib