১৯ ফেব্রুয়ারি শুরু হচ্ছে চ্যাম্পিয়নস ট্রফির নবম আসর। কোন দল চ্যাম্পিয়ন হবে, কে বেশি রান করবেন, সবচেয়ে বেশি উইকেট কে পাবেন—এ নিয়ে চলছে নানা জল্পনাকল্পনা। অস্ট্রেলিয়াকে বিশ্বকাপ জেতানো অধিনায়ক মাইকেল ক্লার্ক মনে করছেন, এবারের চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জিতবে ভারত।
শুধু যে সেরা দল বেছেই থেমেছেন, এমন নয়। বিয়ন্ডক্রিকেট২৩ নামের একটি পডকাস্টে এসে তিনি বলেছেন, ভারতের অধিনায়ক রোহিত শর্মা হবেন সর্বোচ্চ রানসংগ্রাহক। আমি বলব ভারত চ্যাম্পিয়ন হবে। তাদের অধিনায়ক রোহিত শর্মাও ফর্মে ফিরেছে—আমি বলব সে হবে টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহক। তাকে রান করতে দেখে ভালোই লাগছে। আমি নিশ্চিত ভারতের তাকে দরকার।
চ্যাম্পিয়নস ট্রফিতে আগের রেকর্ডটাও বেশ ভালো রোহিতের। এই টুর্নামেন্টে এখন পর্যন্ত ১০ ম্যাচ খেলে এক সেঞ্চুরি ও চার ফিফটিতে ৫৩.৪৪ গড়ে ৪৮১ রান করেছেন তিনি। লম্বা অফ ফর্ম কাটিয়ে সর্বশেষ ইংল্যান্ড সিরিজে তার ব্যাটে রানও এসেছে। তাকেই তাই সর্বোচ্চ রানসংগ্রাহক হওয়ার দৌড়ে এগিয়ে রেখেছেন ক্লার্ক।
সবচেয়ে বেশি উইকেট হবে কার, এদিক থেকে সাবেক অজি অধিনায়ক এগিয়ে রেখেছেন ইংল্যান্ডের জফরা আর্চারকে, আমি বলবো আর্চার সবচেয়ে বেশি উইকেট পাবে। আমি জানি সে ইংল্যান্ডের; আমি মনে করি না যে তারা খুব ভালো করবে। কিন্তু আমি তাকে মহাতারকা মনে করি।
সর্বোচ্চ উইকেট বা রান করবেন, এমন ক্রিকেটার খুঁজতে গিয়ে অস্ট্রেলিয়ার কাউকে পাননি ক্লার্ক। তবে টুর্নামেন্ট–সেরা হিসেবে ট্রাভিস হেডকে এগিয়ে রেখেছেন তিনি। কারণ হিসেবে বলেছেন, তার আইপিএল ফর্ম ছিল অবিশ্বাস্য। আবার ভালো কিছু করতে তৈরি আছে।