শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ১৪ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

বিপিএলে টিকিট বিক্রির রেকর্ড আয়, ভাগ পাচ্ছে ফ্র্যাঞ্চাইজিরাও

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩৮

টিকিট বিক্রির অর্থ থেকে প্রায় ৫০ লাখ টাকা করে রাজস্ব পাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফ্র্যাঞ্জাইজিরা। বিসিবির একটি বিশ্বস্ত সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। তবে চূড়ান্ত সিদ্ধান্তের আগে বিসিবির পরিচালনা পর্ষদের অনুমোদন লাগবে।

জানা গেছে, রাজস্বের একটি অংশ পাওয়ার দাবি দীর্ঘদিন ধরে করে আসছে ফ্র্যাঞ্জাইজিরা। অবশেষে ফারুক আহমেদের বোর্ড প্রথমবারের মতো এই দাবি পূরণ করতে যাচ্ছে। টিকিট বিক্রি থেকে এবার রেকর্ড আয় হওয়ায় বিসিবির এই সিদ্ধান্ত নিতে পারে।

বিপিএলে আগের দশ আসরে টিকিট বিক্রি হয়েছিল ১৫ কোটি টাকার মতো। এবার এক আসরেই বিক্রি হয়েছে ১৩ কোটি ২৫ লাখ টাকা। এই টিকিট বিক্রির টাকা থেকে ভালো পরিমাণ অর্থ তাদের দেবে বোর্ড। বিসিবি সভাপতি ফারুক আহমেদ অঙ্কটা নিশ্চিত করেননি।

গত আসরগুলোতে টিকিট বিক্রি হয়েছে ১৫ কোটি ২৫ লাখ টাকা মাত্র। তৃতীয় ও চতুর্থ আসরে ১.৪০ কোটি, পঞ্চম আসরে ১.৬০ কোটি, ষষ্ঠ আসরে ১.৬৫ কোটি, সপ্তম আসরে ১.৭০ কোটি, অষ্টম আসরে ০.১৩ কোটি, নবম আসর, ৩.৩৬ কোটি এবং দশম আসরে ৪.৩৬ কোটি টাকা মাত্র।

বিপিএলের টিকিট বিক্রির সাফল্য নিয়ে কাল বিসিবি সভাপতি বলেন, ‘ফ্র্যাঞ্জাইজিদের দাবি ছিল রেভিনিউ শেয়ারিংয়ের। টিকিট বিক্রি থেকে যে অর্থ আয় হয়েছে, তা থেকে বড় একটি অংশ দলগুলোকে দেওয়া হবে।’ তিনি বলেন, ‘আমরা প্রাইজ মানি ৭৫ ভাগ বাড়িয়ে দিয়েছি। সব মিলে ভালো একটি টুর্নামেন্ট হয়েছে।’

ইত্তেফাক/কেএইচ
 
unib