শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ১৪ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

কুবিসাসের বেস্ট কন্ট্রিবিউটর অব দ্য ইয়ার নির্বাচিত ইত্তেফাকের অন্তর

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৩৭

কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (কুবিসাস) বেস্ট কন্ট্রিবিউটর অব দ্য ইয়ার (২০২৪) নির্বাচিত হয়েছেন দৈনিক ইত্তেফাকের বিশ্ববিদ্যালয় সংবাদদাতা মানছুর আলম অন্তর। 

সোমবার (১৭ ফেব্রুয়ারি) কুবি সাংবাদিক সমিতির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে নেত্র নিউজের এডিটর-ইন-চিফ তাসনিম খলিল পুরস্কার তুলে দেন। বছরজুড়ে করা সর্বোচ্চ নিউজ, ফিচার ও সাক্ষাৎকারের ভিত্তিতে এ পুরস্কার দেয়া হয়।

এছাড়াও, সেরা রিপোর্ট নির্বাচিত হয় কালবেলার আবু শামা। সেরা প্রতিবেদক, দেশ রূপান্তরের নাঈমুর রহমান রিজভী, দৈনিক আমার সংবাদের মুরাদুল মুস্তাকিম, সংবাদের চৌধুরী মাছাবিহ (ফিচার)। সেরা উদীয়মান প্রতিবেদক ডেল্টা টাইমস এর আকাশ আল মামুন, বাণিজ্য বার্তার মো. মাহমুদুল হাছান রোহান, বাণিজ্য প্রতিদিনের আব্দুল্লাহ আল মামুন (ফিচার)। 

এসময়, সাংবাদিক সমিতির সভাপতি জুবায়ের রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নেত্র নিউজের এডিটর-ইন-চিফ তাসনিম খলিল। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের শিক্ষক, হলের প্রভোস্ট, কর্মকর্তা-কর্মচারী ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের নেতারা।

 

ইত্তেফাক/এএম
 
unib