বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ১৩ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

৫.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো পাকিস্তান

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:০০

পাকিস্তানের সোয়াত জেলা এবং খাইবার পাখতুনখোয়া প্রদেশ সংলগ্ন অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় কর্মকর্তারা জানান, এখন পর্যন্ত প্রদেশজুড়ে কোনো হতাহতের বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) পাকিস্তান-ভিত্তিক সংবাদমাধ্যম সামা টিভি এক প্রতিবেদনে জানিয়েছে এ খবর জানায়।

সিসমোলজিক্যাল সেন্টারের মতে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল পাকিস্তান, আফগানিস্তান এবং তাজিকিস্তানের সীমান্তবর্তী অঞ্চলে।
 
প্রতিবেদনে বলা হয়, কম্পনের ফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, যারা সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ভবন থেকে বেরিয়ে আসেন।
 
এর আগে একটি পৃথক ঘটনায়, বেলুচিস্তান প্রদেশের জোব জেলায় রিখটার স্কেলে চার মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। সিসমোলজিক্যাল সেন্টার জানায়, ভূ-পৃষ্ঠ থেকে এ ভূমিকম্পের গভীরতা ছিল ২২ কিলোমিটার।
 
জানা গেছে, অঞ্চলটি ভূমিকম্প সক্রিয় এলাকায় অবস্থিত, যেখানে ভূমিকম্প তুলনামূলকভাবে সাধারণ।

ইত্তেফাক/এমএএস
 
unib