শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ১৪ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

পুবাইল আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ২১:২২

গাজীপুর মহানগর ছাত্রদলের আওতাধীন পুবাইল আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে কমিটি গঠনের লক্ষ্যে এ সম্মেলনের আয়োজন করা হয়। জাতীয় পতাকা ও ছাত্রদলের দলীয় পতাকা উত্তোলন শেষে শান্তির পায়রা উড়িয়ে সম্মেলন উদ্দ্বোধন করা হয়।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি এইচ এম আবু জাফর। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক এনামুল হক এনাম। 

এইচ এম আবু জাফর বলেন, ছাত্রদল বিগত ১৬ বছর ফ্যাসিস্ট হাসিনা ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রক্তচক্ষু উপেক্ষা করে বাংলাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ন্যায্য দাবি আদায়ে সোচ্চার ছিল এবং সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের সন্ত্রাসী হামলার প্রতিবাদ করেছে। সন্ত্রাসমুক্ত নিরাপদ, শিক্ষার্থীবান্ধব ও গণতান্ত্রিক ক্যাম্পাস বিনির্মাণের প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি। 

সভায় সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরন। আরও ছিলেন গাজীপুর মহানগর ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি সাইফুল ইসলাম শামীম, সিনিয়র যুগ্ম সম্পাদক মোমিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাসুম হোসেন,দপ্তর সম্পাদক বোরহান উদ্দিন, সহ দপ্তর সম্পাদক মোবারক হোসেন রাসেল।

ইত্তেফাক/জেডএইচডি
 
unib