বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

সংবাদ সম্মেলনে অভিযোগ 

সন্ত্রাসীদের হুমকিতে চরম নিরাপত্তাহীনতায় ব্যবসায়ী

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৩০

সন্ত্রাসীদের অব্যাহত হুমকিতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন সামস নামের এক ব্যবসায়ী। বর্তমানে তিনি নিজ বাসায় যেতে পারছেন না। এ অবস্থায় নিজের পরিবারের নিরাপত্তা দিতে সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার হতে কামনা করেছেন তিনি। 

গতকাল মঙ্গলবার বাংলাদেশ ক্রাইম রিপোর্ট এসোসিয়েশন মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ব্যবসায়ী সামস বলেন, ব্যবসায়িক কারণে নরসিংদীর একজনের সঙ্গে পরিচয় হয়। সার কারখানার ঠিকাদারি কাজে তাকে প্রায় এক কোটি টাকা দেন। পাওনা টাকা চাওয়ায় তার উপর ক্ষিপ্ত হয় ওই ব্যক্তি। 

সম্প্রতি, ওই ব্যক্তি তার সন্ত্রাসী বাহিনী নিয়ে নরসিংদীর কারখানায় হামলা চালায়। তার কাছে কোন টাকা পাবে না এবং ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে যেতে বলে। এ ঘটনায় থানায় জিডি হয়েছে। মূলত সামসের ব্যবসা প্রতিষ্ঠান দখল করা এবং পাওনা টাকা না দেওয়ার লক্ষ্যেই এই সন্ত্রাসী কর্মকান্ড ঘটিয়েছে বলে মনে করেন এই ব্যবসায়ী। পরিবারের নিরাপত্তা দিতে সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

ইত্তেফাক/এমএএম
 
unib