বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

সিরাজগঞ্জ সদর থানায় জব্দ করা গাড়িতে আগুন

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:০১

সিরাজগঞ্জ সদর থানায় বিভিন্ন মামলায় জব্দ করা পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা গাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ সদর থানার সামনের অংশে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা বিভিন্ন মামলায় জব্দ করা এসব গাড়িতে আগুন লাগে।

এ বিষয়ে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ শরিফুল ইসলাম বলেন, থানায় জব্দ করে রাখা পরিত্যক্ত গাড়িতে আগুন লেগেছে এমন সংবাদের ভিত্তিতে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। তবে তদন্ত ছাড়া আগুন লাগার সুনির্দিষ্ট কারণ বলা যাচ্ছে না বলে তিনি জানান।

এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, থানার ভেতরের এক কর্নারে রাখা পরিত্যক্ত গাড়িতে আগুন লেগেছিল। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে সিগারেটের ফেলে দেয়া জ্বলন্ত আগুন থেকে আগুন লেগেছিল।

ইত্তেফাক/এএইচপি
 
unib