আট বছর আগে হয়েছিল চ্যাম্পিয়নস ট্রফির সবশেষ আসর। সেই আসরে মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে বাংলাদেশ খেলেছিল সেমিফাইনালে। এবার অধিনায়কত্ব করছেন নাজমুল হোসেন শান্ত। বৈশ্বিক টুর্নামেন্টটিতে অংশ নেওয়ার আগে ট্রফি জেতার স্বপ্ন দেখিয়েছেন তিনি। কিন্তু শান্তর সেই স্বপ্নে আঁচড় বসাতে চলেছে ব্যাটারদের ব্যাটিং ব্যর্থতা।
আগামীকাল বেলা ৩টায় চ্যাম্পিয়নস ট্রফিতে মাঠে নামছে বাংলাদেশ। টাইগারদের প্রথম ম্যাচেই প্রতিপক্ষ হিসেবে রয়েছে অন্যতম ফেভারিটের তকমা পাওয়া দল ভারত। এই ম্যাচে মাঠে নামার আগে কপালে বেশ মোটা চিন্তার ভাঁজ পড়েছে। আর সেটির কারণ বাংলাদেশের ব্যাটারদের পারফরম্যান্স। বিপিএলে ২০ ওভারের খেলা শেষ করে লাল-সবুজের প্রতিনিধিরা এবার খেলবে ৫০ ওভারের ম্যাচ। মূল ম্যাচে মাঠে নামার আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। সেখানেই উঁকি দিয়েছে পুরোনো রোগ।
পাকিস্তান শাহিনসের বিপক্ষে মূল শক্তির দল নিয়েও জয় তুলতে পারেনি বাংলাদেশ। ব্যাটারদের ব্যর্থতায় ৫০ ওভারের মধ্যে ৪০ ওভার পর্যন্তও ব্যাটিং করতে পারেনি টাইগার বাহিনী। শুরু থেকে ফুটে ওঠে সেই পুরোনো ব্যর্থতা। প্রতিটি সিরিজ, টুর্নামেন্ট কিংবা বিশ্বকাপ আসলেই ব্যাটিং ব্যর্থতা চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। এবারও তার ব্যতিক্রম দেখা যাচ্ছে না। শান্ত যে স্বপ্ন দেখেছেন, সেটি বাস্তবায়ন করার জন্য ব্যাট হাতে সফল হওয়া ছাড়া উপায় নেই। ২০১৭ সালে ভারতের বিপক্ষে হেরে সেমি থেকে বিদায় নিয়েছিল বাংলাদেশ। ফাইনালের খুব কাছে গিয়েও ফিরতে হয়েছিল খালি হাতে। এবার সেই ভারতের বিপক্ষের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের যাত্রা।
গেল বছর টি-টোয়েন্টি বিশ্বকাপেও বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার চিত্র প্রকট হয়েছিল। সেমি খেলার সুযোগ হাতছানি দিলেও এই একটি কারণেই আশায় গুড়েবালি হয়েছিল। ফরম্যাটে বদল এলেও চিত্র পালটায়নি। একসময় বাংলাদেশের পছন্দের ফরম্যাট বলা হতো ওয়ানডেকে। কিন্তু এখানেও ব্যাটিং ব্যর্থতা যেভাবে জেঁকে বসেছে তাতে পছন্দের ফরম্যাটটিও হয়ে গেছে ফ্যাকাশে। এবার প্রস্তুতি ম্যাচের পরে শঙ্কা আরও তীব্র হয়েছে।
মিরপুর থেকে দুবাই, প্রস্তুতিতে ফাঁক রাখছেন না ক্রিকেটাররা। কিন্তু দিনশেষে মাঠের খেলায় ব্যর্থতা কাটানো যাচ্ছে না। ব্যাটারদের দক্ষতায় সমস্যা নাকি মানসিকতায়, সেটি বের করে সমাধান করা যাচ্ছে না। দেশসেরা কোচ মোহাম্মদ সালাউদ্দিন রয়েছেন শান্তদের ডাগআউটে। তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সিনিয়র সহকারী কোচের দায়িত্বে থাকলেও ব্যাটিং নিয়েই কাজ করছেন বেশি। প্রধান কোচ ফিল সিমন্স বিশ্বাস করেন, বাংলাদেশ চ্যাম্পিয়নস ট্রফি জিতবে। কিন্তু সেখানে ব্যাটিং ব্যর্থতা কাটিয়ে উঠতে না পারলে সিমন্সের বিশ্বাস ও শান্তর স্বপ্ন অধরাই থেকে যাবে।
ভারতের প্রধান বোলিং অস্ত্র জসপ্রীত বুমরাহ চোটে ছিটকে গেছেন। এই সুযোগ বাংলাদেশ দল কাজে লাগাতে পারে কিনা, সেটিই এখন দেখার বিষয়। পাকিস্তান 'এ' দলের বিপক্ষে যেভাবে নাকানিচুবানি খেয়েছেন শান্তরা, সেটি মূল ম্যাচে থাকলেও বড় ব্যবধানে হারের বিকল্প থাকবে না। টাইগারদের বোলারদের নিয়ে চিন্তার তেমন কারণ নেই। বল হাতে দুর্দান্ত ফর্মে রয়েছেন সকলে। ব্যাটাররা নিজেদের কাজটি ঠিকভাবে করতে পারলেই বাকিটা সামলাতে পারবেন বোলাররা। আজ শেষবারের মতো নিজেদের প্রস্তুত করবেন শান্তরা। আগামীকাল বিকালে মূল চ্যালেঞ্জ থাকবে ব্যাটারদের সামনে।