রোববার, ২৩ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

দ্বিতীয় বলেই ইনজুরিতে পড়ে মাঠ ছাড়লেন ফখর 

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৪৯

চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে স্বাগতিক পাকিস্তান। ইনিংসের দ্বিতীয় বলেই ফিল্ডিং করতে গিয়ে ইনজুরিতে পড়েছেন পাকিস্তানি ওপেনার ফখর জামান। এতে মাঠ ছাড়তে হয় তাকে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) করাচিতে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠান পাক অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। ইনিংসের প্রথম বলটা ছিল গুড লেন্থের। শাহীন আফ্রিদির করা পরের বলটা পেয়েছিলেন খানিক ফুল লেন্থে পান কিউই ওপেনার উইল ইয়োং। কাভার ড্রাইভ করে পেয়েছিলেন ৩ রান। 

সেই বলেই বাউন্ডারির কাছে বল কুড়িয়ে ফেরত পাঠান ফখর। তার পরেই বসে পড়েন বিজ্ঞাপন বোর্ডের কাছে। ইশারায় জানান দিলেন ফিল্ডিং করা সম্ভব না তার পক্ষে। টিভি ফুটেজ বলছে কোমরের পেশিতেই ব্যাথা অনুভব করছেন এই ওপেনিং ব্যাটার। তার পরিবর্তে ফিল্ডিং করতে নামেন কামরান গুলাম।

চোটের পরেই মাঠের পাশে খানিক শুশ্রুষা চলেছিল ফখরের। কিন্তু প্রাথমিক সেই চিকিৎসার পরেও মাঠে নামার মতো অবস্থায় ছিলেন না ফখর। বাধ্য হয়েই মাঠ ছাড়তে হয় তাকে। ফখর জামানের এমন ইনজুরি বেশ ভাবনায় ফেলতে পারে পাকিস্তান ভক্তদের। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৮৬ রান সংগ্রহ করেছে নিউজিল্যান্ড।

ইত্তেফাক/জেডএইচ
 
unib