মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

আমাকে আমার মতোই থাকতে দিন: মুশফিকুল ফজল

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৪০

সোশ্যাল মিডিয়ায় নিজের নিয়ে চলমান আলোচনার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশের মেক্সিকোসহ উত্তর আমেরিকার সাতটি দেশে নিযুক্ত রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকালে তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে এক পোস্টে আহ্বান জানান, যেন তাকে নিয়ে উত্তেজনা সৃষ্টি না করা হয়।  

ফেসবুক পোস্টে মুশফিকুল ফজল আনসারী লেখেন— 'আমাকে উপলক্ষ করে সোশ্যাল মিডিয়ায় উত্তাপ না ছড়ানোর আন্তরিক অনুরোধ জানাচ্ছি। যারা রক্তস্নাত জুলাই অভ্যুত্থানের ইতিহাস চর্চায় আমার অবস্থান নির্ধারণ করেছেন, কিংবা আমাকে সরকারের পদ-পদবিতে দেখতে চাচ্ছেন, তাদের প্রতি বিনীত নিবেদন— আমাকে আমার মতোই থাকতে দিন।'

 

এর আগে, বৃহস্পতিবার সকালে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মুশফিকুল ফজল আনসারীকে রাষ্ট্রদূত হিসেবে না রাখার দাবি তুলে ধরেন।  

তিনি লেখেন— 'আমরা মুশফিকুল ফজল আনসারীকে রাষ্ট্রদূত হিসেবে চাই না। তাকে একাধারে মেক্সিকোসহ উত্তর আমেরিকার সাতটি দেশের রাষ্ট্রদূতের দায়িত্ব দেওয়া হয়েছে। এটা তার জন্য সম্মানের হলেও স্টেট ডিপার্টমেন্ট এবং হোয়াইট হাউজে তার শূন্যতা স্পষ্টভাবে বোঝা গেছে, বিশেষ করে মোদির সাম্প্রতিক সফরে।' 

তিনি আরও বলেন, 'যুক্তরাষ্ট্রের সাংবাদিক, ব্যবসায়ী, বিচার বিভাগসহ ডেমোক্রেট ও রিপাবলিকানদের সঙ্গে তার ঘনিষ্ঠতা সরকারের জন্য কাজে লাগানো উচিত। তাকে রাষ্ট্রদূতের পরিবর্তে পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়ার দাবি জানাচ্ছি।'  

গত ২৭ জানুয়ারি মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে কর্মস্থলে যোগ দেন মুশফিকুল ফজল আনসারী। প্রথম দিনের অভিজ্ঞতা জানিয়ে তিনি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি পোস্ট করেন এবং লেখেন— 'নতুন কর্মস্থলের প্রথম দিন।'  

মুশফিকুল ফজল আনসারী যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অনলাইন নিউজ পোর্টাল 'জাস্ট নিউজ বিডি ডটকম' এর সম্পাদক ছিলেন। পাশাপাশি তিনি জাতিসংঘের সদর দপ্তর ও হোয়াইট হাউজে স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন।  

তিনি জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ প্রসঙ্গে নানা প্রশ্ন তুলে ধরতেন, যা প্রায়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকত।  

সাংবাদিকতায় সাহসী ভূমিকার কারণে আওয়ামী লীগ সরকারের রোষানলে পড়েন মুশফিকুল ফজল আনসারী। পরিস্থিতির চাপে পড়ে ২০১৫ সালে তিনি দেশ ছাড়তে বাধ্য হন। এরপর যুক্তরাষ্ট্রে বসবাস শুরু করলেও, বর্তমানে বাংলাদেশ সরকারের কূটনীতিক হিসেবে দায়িত্ব পালন করছেন।  

ইত্তেফাক/টিএইচ