কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেছে বেসরকারি এভিয়েশন মালিকদের সংগঠন এভিয়েশন অপারেটরস এসোসিয়েশন অব বাংলাদেশের (এওএবি)। এতে সভাপতি হয়েছেন স্কয়ার এয়ার লিমিটেডের অঞ্জন চৌধুরী ও মহাসচিব হয়েছেন নভোএয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান।
শনিবার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর ঢাকা ক্লাবে ১২তম বার্ষিক সাধারণ সভা ও সংগঠনটির নতুন কার্যনির্বাহী কমিটিতে নির্বাচিতদের নাম ঘোষণা করা হয়। এতে এওএবি’র সভাপতি ও স্কয়ার এয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী সভায় সভাপত্বিত করেন।
বার্ষিক সাধারণ সভার পরে সংগঠনটির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির ১৩ সদস্যের নাম ঘোষণা করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন- সহ সভাপতি-১ পদে মেঘনা এভিয়েশন লিমিটেডের চেয়ারম্যান মোস্তফা কামাল, সহ-সভাপতি-২ পদে ইউএস বাংলা এয়ারলাইন্স লিমিটেডের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, কোষাধ্যক্ষ পদে ইমপ্রেস এভিয়েশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জেড মাহমুদ মামুন, যুগ্ম সচিব পদে ব্লু ফ্লাইং একাডেমী লিমিটেডের আব্দুল্লাহ আল জহির স্বপন, সাংগঠনিক সম্পাদক পদে বাংলা ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স লিমিটেডের রাকিবুল কবির, প্রকাশনা সম্পাদক পদে স্কাই ক্যাপিটাল এয়ারলাইন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আরিফুর রহমান।
এছারাও সদস্য পদে সাউথ এশিয়ান এয়ারলাইন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার এ এফ এম মহিবুল্লাহ, বসুন্ধরা এয়ার ওয়েজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাফওয়ান সোবহান, বিআরবি এয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক পারভেজ রহমান ও গ্যালাক্সি ফ্লাইং একাডেমী লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস নির্বাচিত হোন।
সভাপতি অঞ্জন চৌধুরী বলেন, বর্তমানে দেশের এভিয়েশন শিল্প কঠিন সময় পার করছে, তাই আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
মহাসচিব মফিজুর রহমান বলেন, জেট ফুয়েলের দাম, কাস্টমস জটিলতা ও সিভিল এভিয়েশন নির্ধারিত উচ্চহারে বিভিন্ন ফি এবং সারচার্জের ফলে এ খাতের মালিকদের মহাসংকটে পড়েছে।