বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

বাজার মূলধন বেড়েছে ১৭৩ কোটি টাকা   

আপডেট : ০১ মার্চ ২০২৫, ১১:৫৯

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে পাঁচ কার্যদিবসের মধ্যে তিন দিনই সূচক ঊর্ধ্বমুখী ছিল। এতে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে এবং প্রধান মূল্যসূচকও ঊর্ধ্বমুখী হয়েছে। তবে বড় মূলধনের কোম্পানিগুলোর বেশিরভাগের দরপতনের ফলে বাছাই করা শীর্ষ ৩০ কোম্পানি নিয়ে গঠিত সূচক হ্রাস পেয়েছে।  

যদিও দাম বাড়ার তুলনায় বেশি কোম্পানির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে, তবু বাজার মূলধনে খুব বেশি পরিবর্তন আসেনি। গত সপ্তাহে ডিএসইর বাজার মূলধন বেড়েছে মাত্র ১৭৩ কোটি টাকা।  

গত সপ্তাহে ডিএসইতে ২৬১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, যা মোট লেনদেন হওয়া প্রতিষ্ঠানের ৬৬ শতাংশ। অন্যদিকে ১০৮টি প্রতিষ্ঠানের দর কমেছে এবং ২৯টির দর অপরিবর্তিত ছিল।  

সপ্তাহের শেষ কার্যদিবস শেষে ডিএসইর মোট বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৯৫ হাজার ৩৬৪ কোটি টাকা, যা আগের সপ্তাহের ৬ লাখ ৯৫ হাজার ১৯১ কোটি টাকা থেকে মাত্র ১৭৩ কোটি টাকা বেশি। শতাংশের হিসাবে, এটি মাত্র ০.০২ শতাংশ বৃদ্ধি।  

এর আগের সপ্তাহে বাজার মূলধন ৫ হাজার ৪৫২ কোটি টাকা বেড়েছিল। তারও আগের চার সপ্তাহে ডিএসইর বাজার মূলধন যথাক্রমে ১৫,৮০৯ কোটি, ৯,১০৫ কোটি, ৪,২৩৮ কোটি এবং ৩,৬৪৭ কোটি টাকা বৃদ্ধি পেয়েছিল। অর্থাৎ, গত ছয় সপ্তাহে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ৩৮ হাজার ৪২৪ কোটি টাকা।  

বাজার মূলধনের পাশাপাশি প্রধান মূল্যসূচক ও ইসলামী শরিয়াহভিত্তিক সূচক বৃদ্ধি পেয়েছে।  

- ডিএসইএক্স সূচক গত সপ্তাহে ৪৬.৯৩ পয়েন্ট বা ০.৯০ শতাংশ বেড়েছে। আগের সপ্তাহে এটি কমেছিল ১.১১ পয়েন্ট বা ০.০২ শতাংশ।  
- ডিএসই শরিয়াহ সূচক গত সপ্তাহে ৪.০৮ পয়েন্ট বা ০.৩৫ শতাংশ বেড়েছে। আগের সপ্তাহে এটি ৭.১৯ পয়েন্ট বা ০.৬২ শতাংশ বৃদ্ধি পেয়েছিল।  
- তবে বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ৪.৩৪ পয়েন্ট বা ০.২৩ শতাংশ কমেছে। আগের সপ্তাহে এটি ৯.২২ পয়েন্ট বা ০.৪৮ শতাংশ হ্রাস পেয়েছিল।  

মূল্যসূচক মিশ্র হলেও গত সপ্তাহে ডিএসইতে গড় লেনদেনের পরিমাণ বেড়েছে।  

- প্রতি কার্যদিবসে গড়ে ৫১৮ কোটি ৬ লাখ টাকা লেনদেন হয়েছে, যা আগের সপ্তাহের ৪৭০ কোটি ৩৪ লাখ টাকার চেয়ে ৪৭.৭২ কোটি টাকা বেশি।  
- শতাংশের হিসাবে, প্রতি কার্যদিবসে গড় লেনদেন ১০.১৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।  

গত সপ্তাহে বাজার মূলধন সামান্য বেড়েছে, তবে লেনদেনের পরিমাণ ও প্রধান সূচক বৃদ্ধি পেয়েছে। বড় মূলধনের কোম্পানিগুলোর দরপতন সত্ত্বেও বাজার স্থিতিশীল রয়েছে। সামনের সপ্তাহগুলোতে বিনিয়োগকারীদের নজর থাকবে বাজারের দিক পরিবর্তনের ওপর।

ইত্তেফাক/টিএইচ