সোমবার, ২৩ জুন ২০২৫, ৮ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

পাওনা টাকা চাইতে গিয়ে তর্ক, মাংস ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

আপডেট : ০১ মার্চ ২০২৫, ১৭:৩৪

খুলনায় পাওনা টাকা চাইতে গিয়ে হামলার শিকার হয়ে আরিফ (২৬) নামে এক মাংস ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রূপসা উপজেলার সেনের বাজার এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আরিফ খুলনা সদরের মোহাম্মদ আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে রুবেল-জুয়েলের কাছে পাইকারি দরে মাংস বিক্রি করেন আরিফ। এ বাবদ ওই দুই ভাইয়ের কাছে আড়াই লাখ টাকা পাওনা ছিল আরিফের। বিষয়টির সমাধানে উভয় পক্ষকে নিয়ে শুক্রবার সালিশে বসে সেনের বাজার কমিটি। সেখানে আরিফের সঙ্গে গিয়েছিলেন শাহীন। সালিশে আরিফের সঙ্গে রুবেলের বাকবিতণ্ডার একপর্যায়ে রুবেল ও জুয়েল চাপাতি নিয়ে আরিফ ও শাহীনের ওপর হামলা চালায়। তাদের এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যান ওই দুই ভাই।

হামলায় আরিফ ও শাহীনসহ তিনজন আহত হন। তাদের উদ্ধার করে নিয়ে  প্রথমে খুলনা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেয় হাসপাতাল কর্তৃপক্ষ।

গল্লামারী এলাকার মাংস ব্যবসায়ী মামুন জানান, খুমেকে নেওয়ার পথেই আরিফের অবস্থা আরও অবনতি হয়। তাকে ময়লাপোতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ১০টার দিকে তার মৃত্যু হয়। পরে আরিফের মরদেহ খুমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ ব্যাপারে রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রহমান বলেন, হত্যাকাণ্ডের পর রুবেলসহ তার সহযোগীরা পালিয়ে গেছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে, মামলার প্রস্তুতি চলছে।

ইত্তেফাক/আরআইআর/এপি