বিশ্বখ্যাত প্রযুক্তি ব্র্যান্ড অপো শিগগিরই বাংলাদেশের বাজারে ব্র্যান্ডটির নতুন স্মার্টফোন‘অপো এ৫ প্রো’ নিয়ে হাজির হচ্ছে। অত্যাধুনিক প্রযুক্তি ও নান্দনিক ডিজাইনের অনন্য ‘অপো এ৫ প্রো’ ফ্যাশন সচেতন ভোক্তাদের দৃষ্টি কাড়তে সক্ষম হবে। এই ডিভাইসের প্রতিটি ক্ষেত্রেই যত্ন ও আভিজাত্যের ছাপ রয়েছে, যা সর্বাধুনিক প্রযুক্তি ও নান্দনিকতার সমন্বয়ে দেবে অতুলনীয় অভিজ্ঞতা।
‘অপো এ-৫ প্রো’র আরেকটি অন্যতম আকর্ষণ হলো এর ফাইবারগ্লাস লেদার ব্যাক প্যানেল। এর ফলে এই ফোন হাতে নিলে লেদারের মসৃণ অনুভূতি পাওয়া যাবে ও স্বাচ্ছন্দ্যের সঙ্গে কোথাও রাখা যাবে।
বিশেষত অলিভ গ্রিন রঙ স্মার্টফোনের সৌন্দর্য ও আভিজাত্য ফুটিয়ে তুলতে সক্ষম। বিশ্বখ্যাত ফ্যাশন ব্র্যান্ড হারমেস, ডিওর, গুচি, ও সেলিন বিলাসিতার প্রতীক হিসেবে অলিভ গ্রিন শেড বা আবহটি ব্যবহার করে থাকে। ‘অপো এ৫ প্রো’তে তাই এই রঙটি যুক্ত করায়, তা প্রযুক্তির সক্ষমতার সঙ্গে নান্দনিক আবেদনও ফুটিয়ে তুলছে।
এ মোবাইলে ব্যবহার করা হয়েছে মোকা ব্রাউন, যা উষ্ণতা ও আভিজাত্যের প্রতীক। এই রঙটি প্যানটোন® ২০২৫ সালের কালার অব দ্য ইয়ার হিসেবেও নির্বাচিত হয়েছে, যা কি না সমসাময়িক ট্রেন্ডের সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ। এই সমৃদ্ধ ও আকর্ষণীয় রঙ এ মোবাইলকে শুধুমাত্র একটি স্মার্টফোন নয়, বরং এক অনন্য স্টাইল স্টেটমেন্টে পরিণত করেছে। তাই যেসব গ্রাহকরা ডিভাইসের ডিজাইনের নান্দনিকতার ব্যাপারে প্রচণ্ড খুঁতখুঁতে, তাদের জন্য ‘অপো এ৫ প্রো’ স্টাইল ও ব্যবহার উপযোগিতায় হতে পারে সেরা পছন্দ।