শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

পূর্বাচল ক্লাব লিমিটেডের নতুন কমিটির অভিষেক

আপডেট : ০২ মার্চ ২০২৫, ০২:৩০

পূর্বাচল ক্লাব লিমিটেডের নির্বাহী কমিটির অভিষেক সম্পন্ন হয়েছে। ক্লাবের সাধারণ সদস্যদের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করা হয় নেতৃবৃন্দকে।

শনিবার (১ মার্চ) নির্বাহী কমিটির সভা ও নবনির্বাচিত নেতৃবৃন্দের অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে পূর্বাচল ক্লাব লিমিটেডের সভাপতি শওকত আজিজ রাসেল, নির্বাহী সভাপতি মোস্তাফিজুর রহমান ভূইয়া, নির্বাহী সদস্য গোলাম ফারুক খোকন, মুখ্য উপদেষ্টা ফজলুল হক মিলনকে বরণ করা হয়।

উল্লেখ্য গত ১৯ জানুয়ারি ক্লাবের নির্বাহী কমিটির সভায় মোস্তাফিজুর রহমান ভূইয়াকে নির্বাহী সভাপতি, গোলাম ফারুক খোকনকে নির্বাহী সদস্য ও মুখ্য উপদেষ্টা হিসেবে ফজলুল হক মিলনকে কো-অপ্ট করা হয়।

ইত্তেফাক/এমএএম