শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

শেয়ার বাজারে লেনদেন কমে ৩০০ কোটি টাকার ঘরে

আপডেট : ০৪ মার্চ ২০২৫, ০৮:০০

দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কমে আবার ৩০০ কোটি টাকার ঘরে নেমে এসেছে। গতকাল সোমবারের এই লেনদেন গত ১৬ কার্যদিবসের মধ্যে সর্বনিম্ন। এদিন লেনদেনের পাশাপাশি বেশির ভাগ কোম্পানির শেয়ারদর কমেছে। এতে সূচকেও নেতিবাচক প্রভাব পড়েছে।

বাজারের লেনদেনচিত্র পর্যালোচনায় দেখা যায়, ডিএসইতে গতকাল লেনদেনকৃত মোট ৩৯৬টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৯৮টির, কমেছে ২৩০টির। আর অপরিবর্তিত রয়েছে ৬৮টির দর। এতে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১৬ পয়েন্ট কমে ৫ হাজার ২২০ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ সূচক আগের দিনের তুলনায় চার পয়েন্ট কমে ১ হাজার ১৬২ পয়েন্টে ও বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ৫ পয়েন্ট কমে ১ হাজার ৮৯৮ পয়েন্টে অবস্থান করছে।

সূচকের পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণও কমেছে। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ৩৮১ কোটি ৭৪ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৪২১ কোটি ৯৫ লাখ টাকা। সে হিসাবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন কমেছে ৪০ কোটি ২১ লাখ টাকা। এর মাধ্যমে গত ৯ ফেব্রুয়ারির পর ডিএসইতে সর্বনিম্ন লেনদেন হলো।

দেশের প্রধান এই শেয়ার বাজারে গতকাল টাকার অঙ্কে লেনদেনের ভিত্তিতে শীর্ষ দশটি কোম্পানি হলো: ওরিয়ন ইনফিউশন, ফু-ওয়াং ফুড, এইচ আর টেক্সটাইল, লাভেলো আইসক্রিম, জেমিনি সি ফুড, শাহিনপুকুর সিরামিক, রবি, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন, ন্যাশনাল পলিমার এবং আলহাজ টেক্সটাইল।

অন্যবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনকৃত মোট ২১৫টি কোম্পানির মধ্যে ৬৪টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১০৬টির এবং ৪৫টির দাম অপরিবর্তিত রয়েছে। এতে সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ২২ পয়েন্ট। গতকাল সিএসইতে লেনদেন হয়েছে ৩ কোটি ৩১ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৫ কোটি ১৬ লাখ টাকা।

ইত্তেফাক/এমএএম