বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, ৫ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

‘ভারতের হয়ে খেলা রসিকতা না’ 

আপডেট : ১১ মার্চ ২০২৫, ১৫:৪৬

ঘরের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে শিরোপা হারিয়েছিল ভারত। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের সেই ক্ষত এখনো পোড়ায় রোহিত শর্মাদের। শেষ হওয়া চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত প্রমাণ করেছে, তারা বিশ্বসেরা দল। যে মঞ্চে এই সেরা হওয়ার গল্প লিখেছে দলটি, সেই মঞ্চেই উঠেছিল অজিদের বিপক্ষে শিরোপা হারানোর সেই কাহিনী। সেটিকে জীবনের একটি কঠিন অধ্যায় হিসেবে মনে করেন ভারতের অধিনায়ক। এবার নিউজিল্যান্ডের বিপক্ষে সফল হয়েছেন তিনি।  

টুর্নামেন্টের নাম আলাদা হলেও খেলার ধরন একই, অর্থাৎ ৫০ ওভারের ওয়ানডে ম্যাচ। শিরোপা জেতার পরে নিজেদের পরিশ্রম ও লক্ষ্যতে অটুট থাকার গল্পই শুনিয়েছেন রোহিত। যেখানে তিনি জানিয়েছেন, ভারতের হয়ে খেলতে হলে কতটা চাপের মধ্য দিয়ে যেতে হয়। প্রতিটি পদক্ষেপে কতটা সচেতন থাকতে হয়, সেটিও তার মুখের কথায় স্পষ্ট হয়েছে। রোহিতের মতে, ভারতের মতো একটি দলের হয়ে যারা খেলেন তারা এটিকে রসিকতা হিসেবে দেখেন না। কোনো রকম মজা করার সুযোগ এখানে নেই। 

শিরোপা জয়ের পরে ভারতের অধিনায়ক রোহিত শর্মা বলেছেন, 'বাইরে থেকে অনেক চাপ থাকে। একটা খেলায় ভারত হেরে গেলে খেলোয়াড়দের ওপর দিয়ে কতটুকু চাপ যায়, সেটি বাইরে থেকে বোঝা সম্ভব না। দেশের সব জায়গায় বিভিন্ন জল্পনা-কল্পনা শুরু হয়। ভারতের হয়ে খেলা রসিকতা না। এই দলকে প্রতিনিধিত্ব করা কোনো রসিকতা নয়। সবাইকে অনেক সৎ থাকতে হয়। গত তিন বছরে এই দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে দেখেছি সেটি হলো, সবাই বুঝতে পারে দলের জন্য তার কী করা দরকার। ব্যাটিং অর্ডারে অনেক রদবদল হয়েছে। ছেলেদের বিভিন্ন ভূমিকা দেওয়া হয়েছে। সবকিছু মিলিয়ে আমাদের দল এগিয়ে যাচ্ছে। আর এ কারণেই ভারতের হয়ে প্রতিনিধিত্ব করা যতটা কঠিন ঠিক ততটাই গর্বের।' 

চ্যাম্পিয়ন হওয়ার পরে জাসপ্রীত বুমরাহ ও মোহাম্মদ সিরাজের কথাও স্মরণ করেছেন রোহিত। চোটের কারণে ভারত এই দুই পেসারকে খেলাতে পারেনি। তাদের বিষয়ে ভারতের অধিনায়ক বলেছেন, 'তারা আমাদের এগিয়ে যাওয়ার জন্য সহায়তা করেছেন।' দুবাইয়ের উইকেটের বিষয়ে বলেছেন, 'আমরা জানতাম যে, এখানে উইকেট কিছুটা চ্যালেঞ্জিং। কারো জন্য এটা সহজ হবে না। তাই সব ব্যাটারের অবদান রাখা খুবই গুরুত্বপূর্ণ ছিল। এই বিষয়টি আমরা খুব ভালো করেছি।' 

ব্যাটিংয়ের ক্ষেত্রে 'সাইলেন্ট হিরো' হিসেবে শ্রেয়াস আইয়ারের নাম উল্লেখ করেছেন রোহিত। তিনি বলেন 'পুরো টুর্নামেন্ট জুড়ে সাইলেন্ট হিরো শ্রেয়াস আইয়ারকে ভুলে গেলে চলবে না। তিনি আমাদের জন্য মিডল অর্ডারে খুব গুরুত্বপূর্ণ ছিলেন। সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্যাটারদের সঙ্গে জুটি বেঁধেছিলেন, সেই সময়ে বিরাট কোহলিও গুরুত্বপূর্ণ ছিলেন। ফাইনাল ম্যাচে যখন আমরা তিনটি উইকেট হারিয়েছিলাম, তখন ৫০ থেকে ৭০ রানের জুটির প্রয়োজন ছিল, সেটি শ্রেয়াস করেছেন।' 

এ দিকে চ্যাম্পিয়ন হওয়ার পরে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে রোহিত বলেছেন, 'দেখা যাক। দুটি (টি-টোয়েন্টি বিশ্বকাপ ও চ্যাম্পিয়নস ট্রফি) আইসিসি শিরোপা জেতা দলের জন্য দুর্দান্ত অর্জন ছিল। ভবিষ্যতের কোনো পরিকল্পনা নেই। যেভাবে চলছে, তা অব্যাহত থাকবে।' নিজের অবসর নিয়ে স্পষ্ট জানিয়েছেন, 'আমি এই ফরম্যাট থেকে অবসর নিচ্ছি না, চারিদিকে যেন কোনো গুজব না ছড়ায় সেজন্য এই কথাটি জানালাম।' 

এবারের শিরোপা কেবল দেশের জন্যই উৎসর্গ করেছেন রোহিত শর্মা। তিনি বলেছেন, 'এই শিরোপা কেবল পুরো দেশের জন্য। কারণ আমি জানি, আমাদের দেশ আমাদের পিছনে কীভাবে থাকে। যখন আমরা কোনো টুর্নামেন্টের ফাইনাল জিতি, তখন সর্বোচ্চ সমর্থন আমরা পাই। শুরু থেকে সমর্থকরা আমাদের সঙ্গে থাকেন। এই ট্রফিটি আমরা জিতেছি, এটি পুরো দেশের জন্য।'

ইত্তেফাক/জেডএইচ