মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

ট্রাম্পের শুল্ক আরোপকে ‘দুঃখজনক’ বলল জাপান

আপডেট : ১৪ মার্চ ২০২৫, ১৬:১৫

ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর ট্রাম্প প্রশাসনের শুল্ক আরোপকে 'দুঃখজনক' বলে বর্ণনা করেছেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী তাকেশি ইওয়ায়া। তিনি মার্কিন-জাপান সম্পর্ককে 'অত্যন্ত গুরুত্বপূর্ণ' হিসেবে তুলে ধরে টোকিওর উদ্বেগের কথা জানান।

বৃহস্পতিবার (১৩ মার্চ) কানাডায় জি-৭ এর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

কিয়োডো নিউজ এজেন্সি জানিয়েছে, জি-৭ বৈঠকের পর ইওয়ায়া সাংবাদিকদের আরও বলেন, তিনি যুক্তরাষ্ট্রকে জাপানের ওপর পরিকল্পিত শুল্ক থেকে অব্যাহতি দেওয়ার জন্য অনুরোধ করেছেন।

১০ ফেব্রুয়ারি ট্রাম্প ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানির উপর বিশ্বব্যাপী ২৫% শুল্ক আরোপের ঘোষণা দেন। গত বুধবার থেকে এই শুল্ক কার্যকর হয়েছে।

ইওয়ায়া আরও উল্লেখ করেন, রুবিও মার্কিন-জাপান সম্পর্ককে 'অত্যন্ত গুরুত্বপূর্ণ' হিসেবে তুলে ধরেছেন এবং তিনি টোকিওর উদ্বেগের কথা ওয়াশিংটনের কাছে পৌঁছে দেবেন।

ইত্তেফাক/এসকে