কুমিল্লায় তিন কোটি টাকা মূল্যের ভারতীয় অবৈধ আতশবাজি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেননি তারা।
শুক্রবার (১৪ মার্চ) দুপুরে বিজিবির কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এএম জাহিদ পারভেজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। বৃহস্পতিবার (১৩ মার্চ) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বুড়িচং উপজেলার কাবিলা বাজারে চোরাচালান প্রতিরোধে গঠিত টাস্কফোর্সের অভিযানে আতশবাজিগুলো জব্দ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্র্যাট রতন কুমার দত্তের নেতৃত্বে বিজিবি ও র্যাবের সমন্বয়ে একটি বিশেষ টাস্কফোর্স গঠন করে অভিযান চালানো হয়। এক পর্যায়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার কাবিলা বাজার এলাকায় একটি কভার্ড ভ্যানে তল্লাশি চালানো হয়।
কুমিল্লা ১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এ এম জাহিদ পারভেজ জানান, যানটিতে ১৪ লাখ ১৫ হাজার ৪০০টি বিভিন্ন প্রকার ভারতীয় অবৈধ আতশবাজি পাওয়া যায় জানিয়ে বিজিবি কর্মকর্তা জাহিদ পারভেজ বলেন, এসব বাজির বর্তমান বাজার মূল্য প্রায় ৩ কোটি ৮ লাখ ৮ হাজার টাকা। এগুলো কাস্টমসে জমা করা হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে কভার্ডভ্যান ফেলে সঙ্গে থাকা সবাই পালিয়ে যায় বলে জানান জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্টেট রতন কুমার।