মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

গার্মেন্টসে ডাকাতির ঘটনায় বিএনপি নেতার গাড়িচালক গ্রেপ্তার

আপডেট : ১৬ মার্চ ২০২৫, ০৯:৩১

নারায়ণগঞ্জ বন্দরে এক পোশাক তৈরি কারখানায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় উপজেলা বিএনপির সভাপতির ব্যক্তিগত গাড়িচালক শিশিরসহ (৪৫) দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

অভিযোগ রয়েছে, গত বুধবার ভোরে মদনপুর ইউপির দেওয়ানবাগ এলাকায় অবস্থিত আল ফাহাদ ট্রেডলাইন্স নামে এক পোশাক তৈরি কারখানায় এ দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত করেন গ্রেপ্তারকৃত আবুল বাশার ওরফে বাদশা (৪০), মুরাদপুর গ্রামের কাইয়ুম মিয়ার ছেলে ও মাহবুব আলম শিশির দেওয়ানবাগ গ্রামের শহিদুল ইসলাম ওরফে শহীদ ড্রাইভারের ছেলে।

বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম জানান, মুখোশধারী ডাকাত দল গার্ডদের হাত-পা বেঁধে ভল্ট, লকার ভেঙে নগদ ১৩ লাখ টাকাসহ মোট ২২ লাখ টাকার মালামাল লুটে নিয়ে যায়। 

বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ বলেন, 'চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার কারণে শিশিরকে চাকরি থেকে বিতাড়িত করা হয়েছে।'

ইত্তেফাক/এএইচপি