মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

খুলনায় দুর্বৃত্তের গুলিতে একাধিক হত্যা মামলার আসামি নিহত

আপডেট : ১৬ মার্চ ২০২৫, ১০:০৯

খুলনায় হত্যা মামলাসহ একাধিক মামলার এক আসামিকে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। শনিবার (১৫ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে নগরীর বাগমারা ব্রিজসংলগ্ন মারকাজুল উলুম মাদ্রাসা সড়কে এ ঘটনা ঘটে।

নিহত ৪০ বছর বয়সী শাহীনুল হক শাহীন খুলনা নগরের দৌলতপুর থানার কার্তিককুল এলাকার শেখ আব্দুর রশিদের ছেলে।

খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানোয়ার হোসেন মাসুম এ তথ্য নিশ্চিত করেছেন। 

পুলিশ বলছে, শাহীন দৌলতপুরের শহীদ ওরফে হুজি হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি। এলাকায় তিনি ‘বড় শাহীন’ নামেও পরিচিত ছিলেন।

ওসি বলেন, শাহীন বিভিন্ন স্থানে আত্মগোপনে থাকতেন। শাহীনকে দৌলতপুর থেকে ডেকে বাগমারা এলাকায় নিয়ে ‘পরিচিত’ কেউ তাকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে। তার মাথায় দুটি গুলির চিহ্ন রয়েছে। তবে কারা এবং কি কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনও জানা যায়নি।

শাহীনের মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি এ হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে রাতেই অভিযান শুরু হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

ইত্তেফাক/কেএইচ