মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

ঢাকাসহ ৩ বিভাগে রাতের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়

আপডেট : ১৬ মার্চ ২০২৫, ২১:২০

ঢাকাসহ দেশের তিন বিভাগে রাতের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অফিস। রোববার (১৬ মার্চ) সন্ধ্যায় দেয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ঢাকা, খুলনা এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

ইত্তেফাক/এএম