সম্প্রতি মুক্তি পেয়েছে ‘জংলি’র টিজার। টিজারে সিয়ামকে দেখে চমকে গেছেন ভক্তরা। টিজার প্রকাশের ৩ দিন পার না হতেই ৩ লক্ষ ভিউ ছাড়িয়েছে। অনুরাগীরা টিজারের কমেন্ট বক্সে ইতিবাচক মন্তব্য করেছেন।
দাড়ি, চুল, চোখে সানগ্লাস পরা এক যুবক হেঁটে যাচ্ছে। ভয়েস ওভারে শোনা যায়, ‘বারুদ, আগুন আর হাওয়া, এক হইলেই ধোঁয়া।’ হাঁটতে হাঁটতে যুবক হাজির হয় বিয়ে বাড়ির প্যান্ডেলের কাছে। এরপরেই বিস্ফোরণ। ধীরে ধীরে বোঝা যায় যুবকটি সিয়াম আহমেদ।
বাংলা সিনেমায় সিয়ামকে বেশির ভাগ সময়ই দেখা গেছে রোমান্টিক চরিত্রে। ‘বরবাদ’, ‘দাগি’র পর ‘জংলি’র ধামাকা টিজার এবারের ঈদ
আনন্দকে বাড়িয়ে দিয়েছে সিনেপ্রেমীদের মধ্যে।
মুক্তির পর থেকে ‘জংলি’র টিজারের প্রশংসা করেছেন ভক্ত-অনুসারী আর ইউটিউবাররা। ১ মিনিট ১১ সেকেন্ডের টিজার দেখে অনেকেই সিনেমাটির গল্প নিয়ে প্রেডিকশন করেছেন। টিজার দেখেই আন্দাজ করা গেছে ক্রিকেট ব্যাট সিনেমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চলেছে, নায়কের মারধরের প্রধান অস্ত্রও এটা। এ সিনেমায় গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে একটি শিশু চরিত্রকে। ভক্তরা তার সঙ্গে সিয়ামের সম্পর্ক নিয়ে নানা ধরনের জল্পনা করলেও টিজারে সেটা খোলাসা করা হয়নি।
অনেকেই ভেবেছিলেন ‘পুষ্পা’ অথবা ‘কবির সিং’-এর মতো সিনেমা থেকে অনুপ্রাণিত সিনেমাটি। কিন্তু টিজারে দেখানো গল্পের সাথে ওই দুই সিনেমার কোনো মিল নেই। তবে সিনেমাটির সঙ্গে বহুল চর্চিত ভারতীয় দুই সিনেমার তুলনা যারা করেছেন, টিজারে তাদের ব্যঙ্গ করা হয়েছে।
একপর্যায়ে সিয়ামকে বলতে শোনা যায়, ‘পুষ্পা? কবির সিং? উহু, জংলি।’
সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন শবনম বুবলী ও দীঘি। আগে দীঘিকে দেখা গেলেও এত দিন নির্মাতা বুবলীকে একরকম লুকিয়ে রেখেছিলেন। টিজারে প্রথমবারের মতো দেখা গেছে বুবলীর ঝলক। তবে তার কণ্ঠে কোনো সংলাপ ছিল না। সিয়ামের লুক, অ্যাকশন ছাড়াও টিজারের সম্পাদনা ও আবহ সংগীতের প্রশংসা করেছেন ভক্তরা। এ সিনেমাটি নিয়ে দীর্ঘদিন পরিশ্রম করেছেন সিয়াম এবং সিনেমা সংশ্লিষ্ট সবাই।
সিনেমাটি প্রসঙ্গে সিয়াম বলেন ‘অভিনেতাদের জীবনে মাঝেমধ্যে এমন চরিত্র আসে, যার কারণে সে নিজের সর্বস্ব দিয়ে দিতে রাজি হয়ে যায়। জংলি আমার জীবনে তেমনই এক চরিত্র হয়ে এসেছে। প্রায় সাত মাস চুল-দাড়ি কাটিনি। এক বছর চরিত্রটাকে লালন করেছি। চরিত্রটিকে যাপন করতে চেয়েছি, দর্শকদের নতুন কিছু উপহার দিতে চেয়েছি। বাকিটা দর্শকের হাতে।’
এবার ঈদে বেশ কয়েকটি সিনেমা আসছে প্রেক্ষাগৃহে। এর মধ্যে কিছু সিনেমা ইতিমধ্যে রয়েছে চর্চার মধ্যে। সিনেপ্রেমীরা সিনেমাগুলো দেখার জন্য মুখিয়ে রয়েছেন। ‘জংলি’ সিনেমা একটি সফল সিনেমা হতে যাচ্ছে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সিনেমা সংশ্লিষ্টরা।