রোববার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

শিপিং এজেন্টস এসোসিয়েশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপডেট : ১৮ মার্চ ২০২৫, ০২:০৯

বাংলাদেশ শিপিং এজেন্টস এসোসিয়েশন (বিএসএএ) এক ভাবগম্ভীর পরিবেশে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। 

সোমবার (১৭ মার্চ) সন্ধ্যায় রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউয়ের মেজবান হলে আয়োজিত এ অনুষ্ঠানে এসোসিয়েশনের নেতৃবৃন্দ, সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার প্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।  

অনুষ্ঠানে দেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নয়নের জন্য বিশেষ দোয়া করা হয়। পাশাপাশি, শিপিং ট্রেডের সঙ্গে সংশ্লিষ্ট যারা ইন্তেকাল করেছেন, তাদের রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।  

বিএসএএ চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ আরিফ, সিনিয়র ভাইস-চেয়ারম্যান সৈয়দ ইকবাল আলী ও মোহাম্মদ ওসমান গনি চৌধুরী, ভাইস-চেয়ারম্যান শফিকুল আলম জুয়েল ও মো. রিয়াজ উদ্দিন খানসহ পরিচালনা পর্ষদের সদস্য ও উপদেষ্টারা এ আয়োজনে উপস্থিত ছিলেন।  

এছাড়া, ভারতীয় সহকারী হাই কমিশনার ড. রাজীব রঞ্জন, কাস্টমস কমিশনার মো. জাকির হোসেন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, কাস্টমস হাউস, ভ্যাট কমিশনারেট, কর অফিসসহ সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার কর্মকর্তারা এতে অংশ নেন। চট্টগ্রাম কাস্টমস এজেন্টস এসোসিয়েশন, বাংলাদেশ ফ্রেইট ফরওয়ার্ডার্স এসোসিয়েশনসহ বিভিন্ন শিল্প সংগঠনের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।  

বক্তব্যে বিএসএএ চেয়ারম্যান বলেন, এই মাহফিল শিল্প সংশ্লিষ্টদের মধ্যে ঐক্য ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করবে। তিনি পবিত্র রমজান মাসের বরকতে সবার কল্যাণ কামনা করেন এবং আগাম ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান।

ইত্তেফাক/এমএএম