কিংবদন্তি কণ্ঠশিল্পী খালিদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে তার স্মরণে ‘ভালোবাসার সাতকাহন’ গানটি ট্রিবিউট করেছেন গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী শফিক তুহিন। গানটি মঙ্গলবার (১৮ মার্চ) শফিক তুহিনের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে।
শফিক তুহিনের কথা ও সুরে ২০০৬ সালে প্রকাশিত হয় বাপ্পা মজুমদার ও খালিদের ‘বলো না বিদায়’ শিরোনামের মিশ্র অ্যালবাম। এই অ্যালবামে গানটি গেয়েছিলেন খালিদ। ‘কোনো কারণেই’, ‘যদি হিমালয় হয়ে দুঃখ আসে’, ‘সরলতার প্রতিমা’র মতো জনপ্রিয় গানের শিল্পী খালিদ।
২০২৪ সালের ১৮ মার্চ ৫৮ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান এই জনপ্রিয় কণ্ঠশিল্পী। আশি ও নব্বইয়ের দশকের জনপ্রিয় ‘চাইম’ ব্যান্ডের ভোকালিস্ট ছিলেন তিনি। ১৯৮৩ সালে ‘চাইম’ ব্যান্ডের সঙ্গে পথচলা শুরু করেন খালিদ। তার জীবনের প্রথম অ্যালবামের নাম ছিল ‘চাইম’।
সংগীতাঙ্গনে খালিদকে অনেকে সৌভাগ্যবান শিল্পী বলে থাকেন কারণ তার গান মানেই হিট গান। যতগুলো গান তিনি গেয়েছেন বেশির ভাগ গানই সুপারহিট গান। তা হোক ব্যান্ডের বা তার সলো ক্যারিয়ারের। ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চু, জেমস, মাকসুদ ও শাফিন আহমদের পাশাপাশি মিশ্র অ্যালবামে খালিদের গান আলাদা আবেগী ছাপ ফেলেছে শ্রোতাদের মনে। তার কণ্ঠ এবং গায়কিতে প্রাণ ফিরে পেয়েছে গানের কথা। শ্রোতারা আবেগী হয়ে কেঁদেছে তার সুরের মূর্ছনায়।