শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

ভারত থেকে আমদানি হচ্ছে ৫০ হাজার মেট্রিক টন ননবাসমতি চাল

দুই কার্গো এলএনজিসহ সাত ক্রয় প্রস্তাব অনুমোদিত 

আপডেট : ১৯ মার্চ ২০২৫, ০৯:৪২

দেশের খাদ্য মজুত বাড়াতে চলতি অর্থবছরে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ৫০ হাজার মেট্রিক টন নন বাসমতি সেদ্ধ চাল ক্রয়ের একটি প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। 

মঙ্গলবার (১৮ মার্চ) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে কমিটির সভাপতি অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির সভায় প্রস্তাবটিতে অনুমোদন দেওয়া হয়েছে। সভায় কমিটির সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

ভারত ভিত্তিক মেসার্স পাত্তাভি অ্যাগ্রো ফুডস লি. এই চাল সরবরাহ করবে। প্রতি মে. টন চালের দাম ৪২৯.৫৫ মা. ডলার হিসেবে ৫০ হাজার মে. টন চাল ক্রয়ে ব্যয় হবে ২ কোটি ১৪ লাখ ৭৭ হাজার ৫০০ মা. ডলার। 

ক্রয় কমিটির সভায় মোট সাতটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) জন্য ১ কোটি ১০ লাখ লিটার পরিশোধিত রাইস ব্রান তেল এবং ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনার প্রস্তাব অনুমোদন হয়েছে। এতে ব্যয় হবে ২৭২ কোটি ৯৮ লাখ টাকা। 

সভায় আন্তর্জাতিক কোটেশন প্রক্রিয়ায় স্পট মার্কেট থেকে দুই কার্গো এলএনজি আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠান মেসার্স টোটাল এনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড থেকে পৃথক দুটি প্রস্তাবের মাধ্যমে এই এলএনজি সংগ্রহ করা হবে।

ইত্তেফাক/টিএইচ