বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), নোয়াখালী সার্কেলের উদ্যাগে নোয়াখালী জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সড়কে সচেতনতা বৃদ্ধিতে, সড়কে নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার্থে ‘রোড শো’ সম্পন্ন করা হয়।
রোড শো-তে সড়ক নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন প্ল্যাকার্ড এর সাথে পরিবহন মালিক, শ্রমিক, যাত্রী, পথচারী ও সর্বসাধারণের উদ্দেশ্যে বিভিন্ন ধরনের সচেতনতামূলক প্ল্যাকার্ড প্রদর্শন করা হয় ও সচেতনতামূলক লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়।
এ সময় সড়ক নিরাপত্তা ও সড়ক শৃঙ্খলাকে অগ্রাধিকার দিয়ে চালক-মালিক, যাত্রী-পথচারী ও অভিভাবকদের মধ্যে লিফলেট বিতরণ করা হয়। বিভিন্ন যানবাহনে সচেতনতামূলক স্টিকার লাগানো হয়। বিআরটিএ ও পরিবহন মালিক-শ্রমিক প্রতিনিধিদের সমন্বয়ে এই ‘রোড শো’ কর্মসূচী পালন করা হয়।
বিআরটিএ, নোয়াখালী সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) জনাব প্রকৌশলী আতিকুর রহমান এর সার্বিক তত্ত্বাবধানে এ সময় উপস্থিতি ছিলেন জনাব মাহবুব রাব্বানী, মোটরযান পরিদর্শক, সুজিত রায়, সহকারী রাজস্ব কর্মকর্তা এবং মেকানিক্যাল এসিস্ট্যান্ট জনাব মো: মিল্লাতুর-রশিদ’সহ অন্যান্য কর্মকর্তা, বিভিন্ন মালিক-শ্রমিক সংগঠনের প্রতিনিধিসহ, বিভিন্ন সাংবাদিক প্রতিনিধিবৃন্দ।
বিআরটিএ, নোয়াখালী সার্কেল কর্তৃক শিক্ষা প্রতিষ্ঠানে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ছাত্র, শিক্ষক ও অভিভাবকের সমন্বয়ে নোয়াখালী জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বছরব্যাপী নিয়মিত ভাবে সেমিনার/সভার আয়োজন করা হচ্ছে।
বিআরটিএ, নোয়াখালী সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) জনাব প্রকৌশলী আতিকুর রহমান এর সার্বিক তত্ত্বাবধানে উক্ত সেমিনার /সভায় প্রশিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেন অত্র কার্যালয়ে কর্মরত মোটরযান পরিদর্শক জনাব মাহবুব রাব্বানী ও সহকারী রাজস্ব কর্মকর্তা জনাব সুজিত রায়। প্রশিক্ষকগণ শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সদস্যবৃন্দদের সড়ক নিরাপত্তা সংক্রান্ত ট্রাফিক সিগন্যাল, পথচারী ও যাত্রীদের করণীয়, নিরাপদে রাস্তা পারাপার ও গণপরিবহনে করণীয় প্রভৃতি বিষয়ে বিস্তারিত আলোচলা করেন এবং শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মাঝে সড়ক নিরাপত্তামূলক লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়।
এ ছাড়া আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর, ২০২৫ উদযাপন উপলক্ষে সড়ক/মহাসড়কে যাত্রীসাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে বিআরটিএ, চেয়ারম্যান মহোদয়ের নির্দেশনা ও বিভাগের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) এর সার্বিক তত্ত্বাবধানে জেলা প্রশাসন, বিআরটিএ ও জেলা পুলিশ, নোয়াখালী এর যৌথ অংশগ্রহণে নিয়মিত ভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। চলতি মাসে ১২ টি অভিযান পরিচালনার মাধ্যমে ২০টি মামলায় ৪৮ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করা হয়।