রামগঞ্জ ও নোয়াখালী এলাকার সাত শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে এসএইচটিসি ফাউন্ডেশনের পক্ষ থেকে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২১ মার্চ) জুমার নামাজের পর ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা কেথুড়ি বি.এফ ফাজিল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা সুলতান আহমেদের নিজ বাড়িতে খাদ্য সামগ্রীর প্যাকেট বিতরণ করেন যুক্তরাষ্ট্র প্রবাসী ও সংগঠনের সভাপতি মোহাম্মদ খোরশেদ আলম খশরু।
এসএইচটিসি ফাউন্ডেশনের প্রজেক্ট কো-অর্ডিনেটর ইঞ্জিনিয়ার মিজানুর রহমানের তত্ত্বাবধানে বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা যুক্তরাজ্য প্রবাসী শামসুদ্দিন ভুঁইয়া সেলিম, বীর মুক্তিযোদ্ধা আবুল বাশারসহ অনেকেই।
ফাউন্ডেশনের সভাপতি খোরশেদ আলম খশরু জানান, এসএইচটিসি ফাউন্ডেশন রামগঞ্জসহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে দুর্যোগের সময় গরীব অসহায় মানুষদের বিভিন্ন মানবিক সহযোগিতা, গরীব ও এতিম শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা, সেলাই মেশিন বিতরণ, মসজিদের উন্নয়ন, শীতবস্ত্র বিতরণ, বিনামূল্যে বয়স্কদের কোরআন শিক্ষা, বিশুদ্ধ পানির জন্য গভীর নলকূপ স্থাপন, রমজানে ইফতার সামগ্রী ও সেমাই চিনি বিতরণ, কোরবানীর মাংস বিতরণ, কিশোর ও তরুণদের জন্য লাইব্রেরি স্থাপনসহ বিভিন্ন সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ করে আসছে।