শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, আহত ২০

আপডেট : ১৯ মার্চ ২০২৫, ১৯:৩৫

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় জমি নিয়ে পূর্ব বিরোধের জের ধরে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ২০ জন আহত হয়েছেন। 

মঙ্গলবার (১৮ মার্চ) রাতে চরপার্বতী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ফতে মোহাম্মদ হাজী বাড়িতে ও হাজারীহাট বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।  

এলাকাবাসী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গিয়াস উদ্দিনের পরিবার ও খোকনের পরিবারের সঙ্গে দীর্ঘদিন যাবত জমি নিয়ে বিরোধ চলছিলো। এ নিয়ে এলাকায় একাধিকবার সালিসি বৈঠকও হয়। আগের বিরোধকে কেন্দ্র করে মঙ্গলবার সন্ধ্যায় হাজারীহাট বাজারে প্রথমে গিয়াস উদ্দিন ও খোকনের মধ্যে কথা কাটাকাটি হয় এবং এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। এরপরে ওই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ফতে মোহাম্মদ হাজী বাড়িতে পুনরায় সংঘর্ষের সৃষ্টি হলে পুরো বাড়ি রণক্ষেত্রে পরিণত হয়। এতে উভয়পক্ষের কমপক্ষে ২০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় আহতরা হলেন—মো. সাইফুল ইসলাম খোকন (৩৬), ফখরুল ইসলাম (৩৩), মো. আবদুল হক (৬৭), সেরাজুল হক (৫০), হালিমা খাতুন (৬০), বিবি কুলসুম (৩৫), মো. বজলুল হক (৭০), ফারজানা আক্তার (৩৬), মালেকা বেগমকে (৪০), রফিকুল ইসলাম বেলাল (৪০), মোহাম্মদ ইয়াছিন (৬০), মায়মুনা খাতুন (৫৫), পেয়ারা বেগম (৪৫), গিয়াস উদ্দিন (৩৮) ও ওমর ফারুকসহ ২০ জন।

কোম্পানীগঞ্জ থানার ওসি গাজী মুহাম্মদ ফৌজুল আজিম জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে তাৎক্ষণিক পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইত্তেফাক/এসএ/এসএএস