রোববার, ২৭ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

বিশ্ব ওরাল হেলথ ডে আজ 

বাড়ছে মুখের ক্যানসার 

অন্যতম কারণ ধূমপান ও তামাক সেবন 

আপডেট : ২০ মার্চ ২০২৫, ০৯:১৯

মুখের ভেতরের বিভিন্ন রোগের মধ্যে অন্যতম ক্যানসার। বিশ্বে মুখের ক্যানসারের মধ্যে দ্বিতীয় অবস্থান আছে বাংলাদেশের নাম। তবে চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতির কারণে প্রাথমিক পর্যায়ে শনাক্ত হলে মুখের ক্যানসার প্রতিরোধ করা সম্ভব বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, যারা মুখের ক্যানসারে আক্রান্ত হন, তাদের বয়স ৪০ বছরের বেশি। নারী ও পুরুষ উভয়েই এই ক্যানসারে আক্রান্ত হন। মুখের ক্যানসার বলতে-জিহবা, ঠোঁট, গালের ভেতরের অংশ, মাড়ি, মুখের শক্ত ও নরম তালু, গলার নিচের অংশের ক্যানসার বোঝায়। 

বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, ধূমপানের কারণে আগে পুরুষদের মধ্যে এই ক্যানসারের হার বেশি থাকলেও গ্রাম-শহর উভয় জায়গায়তে পানের সঙ্গে জর্দা, সাদাপাত খাওয়ার ব্যাপক হারে বেড়ে গেছে। ফলে মুখের ক্যানসারে আক্রান্ত হচ্ছে তামাক সেবন করা জনগোষ্ঠী। তারা বলেছেন, মুখের ক্যানসারের অন্যতম কারণ তামাক সেবন। সিগারেট, গুল, জর্দা, সাদাপাতা, খৈনি, এই রোগের ঝুঁকি বাড়ায়। নানা উপসর্গ নিয়ে মুখের ক্যানসার শনাক্ত হতে পারে, যেমন-ঠোঁট ও মুখের দীর্ঘদিনের ঘা, মুখের ভেতরে গোটা বা পিন্ড, খাবার গিলতে ব্যথা লাগা, কানে ব্যথা, ওজন কমে যাওয়া, নিচের ঠোঁট, গলা বা চোয়ালে ব্যথা অনুভূত হওয়া অন্যতম। 

তাই সুস্থ প্রফুল্ল মানসিক জীবনের জন্য মুখের যত্ন গুরুত্বপূর্ণ। এমন পরিস্থিতিতে সারা বিশ্বের সঙ্গে বাংলাদেশেও আজ ২০ মার্চ পালিত হচ্ছে বিশ্ব মুখের স্বাস্থ্য দিবস। 

বাংলাদেশ ক্যানসার সোসাইটির তথ্যানুযায়ী এবং ডায়াবেটিস সমিতির বারডেম হাসপাতালে ডেন্টাল বিভাগের দুইটি জরিপে দেখা যায়, যারা নিয়মিত ধূমপান করেন এবং তামাকপাতা, জর্দা দিয়ে পান খান অথবা তামাকপাতা গালের মধ্যে রেখে ব্যবহার করেন তাদের মধ্যে মুখের ক্যানসার হওয়ার আশঙ্কা রয়েছে। অর্থাৎ যারা জর্দা বা তামাকপাতা খান তাদের ঝুঁকি হতে পারে ৬০ ভাগ এবং যারা ধূমপান করেন এবং সেই সঙ্গে তামাকপাতা ও পানের সঙ্গে ব্যবহার করেন তাদের ঝুঁকি শতকরা ৮০ ভাগ। 

বারডেম হাসপাতালের ডেন্টাল সার্জারি বিভাগের অধ্যাপক ডা. অরূপরতন চৌধুরী ইত্তেফাককে বলেন, যাদের ডায়াবেটিস, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, রিউমাটিক ডিজিজ ও পরিপাকতন্ত্রের রোগ রয়েছে এবং যারা দীর্ঘদিন নিয়মিতভাবে ঔষধ গ্রহণ করছেন, যারা কৃত্রিম দাঁত ব্যবহার করেন, যারা ধূমপান করেন বা তামাকপাতা, জর্দা ও গুল ব্যবহার করেন তারা অবশ্যই দাঁত ও মুখের যত্ন নিবেন এবং মুখে ঘা দেখা দেওয়া মাত্রই চিকিৎসার ব্যবস্থা নিবেন। যারা ধূমপান করেন বা তামাকপাতা জর্দা খান তাদের মুখের ক্যানসারের ঝুঁকি ৮০ ভাগ। সেহেতু মুখের ঘা বা ক্যানসার প্রতিরোধে ধূমপান ও তামাকপাতা বা জর্দার ব্যবহার ছেড়ে দিতে হবে। সেই সঙ্গে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ জাতীয় রোগগুলোকে নিয়ন্ত্রণে রাখার জন্য প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা মেনে চলতে হবে।

ইত্তেফাক/টিএইচ