মাদক চোরাচালানের অভিযোগে চীন চার কানাডিয়ান নাগরিককে মৃত্যুদণ্ড কার্যকর করেছে বলে জানিয়েছে কানাডা। এ ঘটনার জন্য বেইজিংয়ের নিন্দা জানিয়েছে অটোয়া।
বুধবার (১৯ মার্চ) কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি বলেন, চীন সাম্প্রতি চার কানাডার নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে। অটোয়ার পক্ষ থেকে নমনীয়তা প্রদর্শনের আবেদন উপেক্ষা করে এসব মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
জোলি অটোয়াতে সাংবাদিকদের বলেন, চীনে কানাডিয়ানদের বিরুদ্ধে যে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, আমরা তার তীব্র নিন্দা জানাই। ক্ষতিগ্রস্ত পরিবারের গোপনীয়তার অনুরোধের কারণে মামলার বিস্তারিত আলোচনা করবেন না বলে জানান তিনি।
গ্লোবকে পাঠানো চীনা দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়েছে, মাদক-সম্পর্কিত অপরাধ একটি গুরুতর অপরাধ, যা বিশ্বব্যাপী সমাজের জন্য অত্যন্ত ক্ষতিকারক হিসেবে স্বীকৃত। চীন সর্বদা মাদক-সম্পর্কিত অপরাধের ওপর কঠোর শাস্তি আরোপ করে এবং মাদক সমস্যার প্রতি জিরো টলারেন্স বজায় রাখে।
চীন মৃত্যুদণ্ডের পরিসংখ্যানকে রাষ্ট্রীয় গোপনীয়তা হিসেবে শ্রেণীবদ্ধ করে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ মানবাধিকার গোষ্ঠীগুলো মনে করছে, প্রতি বছর দেশটিতে অনেক লোকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।