মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

বাগেরহাটে কুখ্যাত ‘সুমন বাহিনী’র ৫ সদস্য আটক

আপডেট : ২২ মার্চ ২০২৫, ১০:৫২

বাগেরহাটের মোংলায় বাণিজ্যিক জাহাজে চুরির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্র, মাদকসহ পাঁচজনকে আটক করেছেন কোস্টগার্ডের সদস্যরা।তারা সবাই সুন্দরবনের কুখ্যাত সুমন বাহিনীর সদস্য।

শনিবার (২২ মার্চ) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হকের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এর আগে শুক্রবার  বিকেলে ভদ্রা নদীর সুন্দরবন বন বিভাগের অফিস এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, মো. জনি (১৯), মো. আলিরাজ (২৫), স্বপন মুন্সী (৪০), মো. আজিম (২৬) ও মো. মেজবাহ (১৯)। এ সময় চোরাই কাজে ব্যবহৃত একটি নৌকা তল্লাশি করে ১২টি দেশীয় অস্ত্র, ৯টি ইয়াবা ও ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

আটকদের বিরুদ্ধে আগে মোংলা ও কয়রা থানায় একাধিক চুরি, মাদক ও মারামারির মামলা রয়েছে এবং তারা ওই সব মামলার এজাহারভুক্ত পলাতক আসামি।

আটকের পর শনিবার সকালে জব্দ মালামালসহ তাদের মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক  বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সুমন বাহিনীর পাঁচ সদস্যকে অস্ত্রসহ আটক করা হয়। উপকূল ও নদীতীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।

ইত্তেফাক/এপি