মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

ক্ষমা চাইলে ইমরানের মুক্তি সম্ভব, ইঙ্গিত দিলেন শেহবাজের উপদেষ্টা

আপডেট : ২২ মার্চ ২০২৫, ১৮:০০

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের রাজনৈতিক উপদেষ্টা রানা সানাউল্লাহ ইঙ্গিত দিয়েছেন, পিটিআই দলের প্রতিষ্ঠাতা ইমরান খানের মুক্তি সম্ভব, যদি তিনি ২০২৩ সালের ঘটনার জন্য আন্তরিকভাবে ক্ষমা চান।

দুর্নীতির মামলায় ইমরানকে গ্রেপ্তারের পর ওই বছরের ৯ মে পাকিস্তানজুড়ে দাঙ্গায় সামরিক স্থাপনা ভাঙচুর করা হয়েছিল। তৎকালীন পাকিস্তান ডেভেলপমেন্ট মুভমেন্ট (পিডিএম) সরকার এবং বর্তমান সরকার উভয়ই দাঙ্গার জন্য পিটিআইকে দায়ী করে। তবে পিটিআই এ অভিযোগ অস্বীকার করে আসছে।

দীর্ঘদিন ধরে রাজনৈতিক বিরোধের মধ্যে থাকা দেশটিতে সম্প্রতি বড় বড় জঙ্গি হামলা লক্ষ্য করা যাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, এ অবস্থায় রাজনৈতিক ফাটল থাকলে, তা দেশকে আরও খাঁদের কিনারে নিয়ে যেতে পারে।

জিও নিউজের 'জিরগা' অনুষ্ঠানে সানাউল্লাহ বলেন, ইমরান খান দেশকে রাজনৈতিক অচলাবস্থার দিকে ঠেলে দিয়েছেন। ইমরান বিশ্বাস করেন, তিনি তার কর্মকাণ্ডের মাধ্যমে বিপ্লব আনতে পারবেন। কিন্তু না, বিপ্লবের কোন সম্ভাবনা নেই। কেবল রাজনৈতিক সংগ্রামই এখানে বিজয়ের পথ।

৯ মে'র ঘটনার জন্য ক্ষমা চাইলে কি ইমরান খানের মুক্তি সম্ভব কি না- এমন প্রশ্নের জবাবে সানাউল্লাহ বলেন, আমি মনে করি ৯ মে তারিখের মধ্যে যদি তিনি ক্ষমা চান, তাহলে আলোচনা এগিয়ে যেতে পারে, অথবা আমরা কথা বলতে পারি।

কয়েকদিন আগেও একই প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর সহকারী বলেছিলেন, আদালত যদি পিটিআই প্রতিষ্ঠাতাকে মুক্তি দেয় তবে শেহবাজ শরীফের নেতৃত্বাধীন সরকারেরও কোনো আপত্তি থাকবে না।

জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সানাউল্লাহর আজকের মন্তব্য তাৎপর্যপূর্ণ। কারণ, দেশে রাজনৈতিক উত্তাপ বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে, যার ফলে আরও রাজনৈতিক মেরুকরণ হতে পারে।

ইত্তেফাক/এসকে