সোমবার, ২৩ জুন ২০২৫, ৮ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

বিয়ের আগের রাতে সড়কে প্রাণ হারালেন সৌদি প্রবাসী

আপডেট : ২৩ মার্চ ২০২৫, ১০:০১

মেহেরপুরের গাংনী উপজেলায় বিয়ের আগের রাতেই সড়ক দুর্ঘটনায় এক সৌদি প্রবাসী নিহত হন। শনিবার (২২ মার্চ) রাত ৮টার দিকে গাংনীর উপজেলার চৌগাছায় এই ঘটনা ঘটে।

নিহত সাগর হোসেন (২৫) গাংনী উপজেলার ভাটপাড়া গ্রামের তোজাম্মেল হোসেনের ছেলে। নিহতের বাবা অসুস্থ হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার ছিল বিয়ের আনুষ্ঠানিকতা। তাই পাঁচ দিন আগেই সৌদি আরব থেকে দেশে আসেন নিহত সাগর। গত কয়েকদিন যাবৎ বরযাত্রীর জন্যে আত্মীয়—স্বজন, বন্ধু—বান্ধব আর প্রতিবেশীদের বাড়ি—বাড়ি গিয়ে বিয়ের দাওয়াতও দিয়েছিলেন। বিয়ের বাকি ছিল আর মাত্র এক দিন। শনিবার সন্ধ্যার দিকে গাংনী উপজেলা শহর থেকে বিয়ের পোশাকসহ অন্যান্য সামগ্রী নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। চৌগাছার এতিমখানার কাছে আলগামন গাড়িকে ওভারটেক করে যাওয়ার সময় সামনের দিক থেকে আসা আরেকটি গাড়ির সঙ্গে মাটেরসাইকেলের মুখামেুখি সংঘর্ষ হয়। এতে ভুক্তভোগী সড়কে ছিটকে পড়ে গুরুতর ভাবে আহত হন। পথচারীরা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাংনী থানার ওসি বানী ইসরাইল বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত সাগরের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ইত্তেফাক/এনটিএম/এএইচপি