রোববার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

দিনাজপুরে তেলবাহী লরি খাদে পড়ে নিহত ২ 

আপডেট : ২৩ মার্চ ২০২৫, ১৯:৩০

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে তেলবাহী লরির নিচে চাপা পড়ে চালকের সহকারী ও তেল পাম্পের ব্যবস্থাপক মারা গেছেন। 

রোববার (২৩ মার্চ) দুপুর ১টার দিকে হিলি-বিরামপুর আঞ্চলিক মহাসড়কের ডাঙ্গাপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহতরা—হলেন চালকের সহকারী জয়পুরহাট পাঁচবিবি উপজেলার মাথখুর এলাকার সুরত আলী মণ্ডলের ছেলে রাসেল ইসলাম (৪৫) ও তেল পাম্পের ব্যবস্থাপক সাব্বির হোসেন (৪০)।

হাকিমপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এস এম জাহাঙ্গীর আলম জানান, পাঁচবিবির চৌধুরী ফিলিং স্টেশনের একটি তেলের লরি বেলা ১টার দিকে পার্বতীপুরে তেল নেওয়ার উদ্দেশ্যে যাওয়ার পথে হিলি-বিরামপুর আঞ্চলিক মহাসড়কের লোহাচড়া নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় লরির নিচে চাপা পড়ে ম্যানেজার সাব্বির ও হেলপার রাসেল মারা যান। চালককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইত্তেফাক/এসএএস